ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশ্মীরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রকাশিত: ০৯:০৬, ১০ আগস্ট ২০১৯

 কাশ্মীরের জনগণকে  ঈদের শুভেচ্ছা  জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবারে ভাষণে কাশ্মীরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, সোমবার ঈদের সময় কাশ্মীরের বাইরে থাকা মানুষ ঘরে ফিরতে পারবেন। সরকার তার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করবে। এনডিটিভি। ৩৭০ অনুচ্ছেদ রদ করার পর ঈদ নিয়ে উদ্বিগ্ন দিল্লী। কারণ এ সময় কার্ফু না-তুললে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। অন্যদিকে কার্ফু শিথিল করলে সেই সুযোগে বিক্ষোভ শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে তিনি মুসলিমদের কাছে টানার চেষ্টা করেন। তিনি স্বীকার করেন বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের সাধারণ মানুষকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তিনি দাবি করেন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। ঈদ নিয়ে মোদি আশ্বাস দিলেও তার রোডম্যাপ এখনও চূড়ান্ত করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে কার্ফু শিথিল করা হতে পারে। কিন্তু কতক্ষণের জন্য করা হবে, না শুধু ঈদের দিনই করা হবে, না কি ঈদের আগের কেনাকাটার কথা মাথায় রেখে কার্ফু শিথিল হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
×