ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীর নিয়ে চুপ আন্তর্জাতিক সম্প্রদায়

প্রকাশিত: ০৯:০৫, ১০ আগস্ট ২০১৯

 কাশ্মীর নিয়ে চুপ  আন্তর্জাতিক  সম্প্রদায়

নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানানো ছাড়া জম্মু ও কাশ্মীরের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একেবারেই নীরব ভূমিকা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করলেও পাকিস্তান ছাড়া মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া আসেনি। -টাইমস অব ইন্ডিয়া। ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারতের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কোন দেশই এখন পর্যন্ত মন্তব্য করেনি। অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে, কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লীর অবস্থান ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে অনেকে মেনে নিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, তারা কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক স্বাধীনতা সীমিতকরণ ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েনে উদ্বিগ্ন। তবে ভারতের সাংবিধানিক পদক্ষেপ নিয়ে তারা কোন মন্তব্য করেনি। বিবৃতিতে বলা হয়েছে,‘আঞ্চলিক মর্যাদা এবং জম্মু ও কাশ্মীরের শাসন নিয়ে ভারতের নতুন আইনী পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে।’
×