ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যার নথি প্রকাশে নিউইয়র্ক আদালতের নির্দেশ

প্রকাশিত: ০৯:০৫, ১০ আগস্ট ২০১৯

 খাশোগি হত্যার নথি  প্রকাশে নিউইয়র্ক  আদালতের নির্দেশ

ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যা সংক্রান্ত নথি প্রকাশের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালতের এক বিচারক। গত বছর তুরস্কের সৌদি আরবের কনস্যুলেটে তাকে হত্যা করা হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। জামাল খাশোগির মার্কিন নাগরিকত্ব ছিল। তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকার একজন জনপ্রিয় কলাম লেখক ছিলেন। এনপিআর। নিউইয়র্কের ডিস্ট্রিক্ট জাজ পল ইঙ্গেলমেয়ার স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরের গোয়েন্দাদের দেয়া নির্দেশনায় জামাল খাশোগি হত্যা সংক্রান্ত পাঁচ হাজার পাতার মাসিক নথি প্রকাশের নির্দেশ দিয়ে বলেন, জামাল খাশোগির নিখোঁজ ও নিহত হওয়া সংক্রান্ত তথ্য জনগুরুত্বসম্পন্ন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা দফতরের প্রতিনিধিরাও এসব তথ্য প্রকাশ যুক্তরাষ্ট্রের ফ্রিডম অব ইনফরমেশন (তথ্য জানার স্বাধীনতা) সংক্রান্ত আইনের আওতায় পড়ে বলে মত দিয়েছে। পাশাপাশি খাশোগি হত্যা সংক্রান্ত নথি প্রকাশযোগ্য বলেও নিউইয়র্ক আদালতের সঙ্গে একমত পোষণ করেছে। যুক্তরাষ্ট্রের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের আইনী শাখা ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভসের করা এক মামলার পরিপেক্ষিতে এসব তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে নিউইয়র্ক আদালত। ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভস জামাল খাশোগি হত্যা সংক্রান্ত সব সরকারী নথি তৎক্ষণাৎ প্রকাশের জন্য গত জানুয়ারিতে এ মামলা দায়ের করে। ২০১৮ সালের অক্টোবরে জামাল খাশোগিকে ইস্তানবুলের সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশের সময় শেষবার জীবিত অবস্থায় দেখা যায়। এরপর ট্রাম্প প্রশাসনের সমালোচকরা বলেন, যুক্তরাষ্ট্রের সরকার এ ঘটনার জন্য সৌদি আরবের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এই সাংবাদিকের হত্যার ঘটনায় সৌদি সরকারের হাত রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। জজ পল ইঙ্গেলমেয়ার ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভসের এই নথি প্রকাশের অনুরোধকে অনস্বীকার্য এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্পর্শকাতর বলে আখ্যা দেন। ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভসের প্রধান আইনজীবী অমরিত সিং বলেন, খাশোগি হত্যার নথিপত্র নিয়ে যথন ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সব সত্য গোপনের চেষ্টা করছে, তখন আদালতের এই রায় গুরুত্বপূর্ণ।
×