ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে কোরেশী

সামরিক পদক্ষেপের কথা ভাবছে না পাকিস্তান

প্রকাশিত: ০৯:০৩, ১০ আগস্ট ২০১৯

সামরিক পদক্ষেপের কথা ভাবছে না পাকিস্তান

পাকিস্তান এখনই কাশ্মীরে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী। বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ ধার তুলে নেয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। রয়টার্স। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েকদশক পুরনো সাংবিধানিক বিশেষ মর্যাদা তুলে নেয়ার ঘটনায় উত্তেজনা বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় এখনই সামরিক পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদের দাবি তারা ভারতের যেকোন আগ্রাসন মোকাবেলার অধিকার রাখে। কোরেশী বলেন ‘আমরা সামরিক বিকল্পের কথা ভাবছি না। কিন্তু আমরা কি ভারতের যে কোন আগ্রাসনের প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি না? পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক ও আইনী বিকল্পের কথা ভাবছে বলে তিনি জানান। সোমবার ভারতের পার্লামেন্টে জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে থাকা বিশেষ মর্যাদা বাতিল করে এলাকাটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এ সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে তখনই প্রতিবেশী দেশগুলো সতর্ক করেছিল। পাকিস্তান থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার, নয়াদিল্লীর সঙ্গে বাণিজ্য সম্পর্কচ্ছেদসহ বেশকিছু পদক্ষেপও নেয়। চীন বলেছে, তারা লাদাখকে আলাদা করে কেন্দ্রের শাসনে নেয়ায় উদ্বিগ্ন। বেইজিং দীর্ঘদিন ধরেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অংশ তাদের বলে দাবি করে আসছে। মূল লাদাখের কিছু অংশ তাদেরও নিয়ন্ত্রণে। ভারত ও পাকিস্তান উভয়েই হিমালয় অঞ্চলে অবস্থিত কাশ্মীরের সমগ্র অংশের মালিকানা দাবি করে আসছে; দেশ দুটি কাশ্মীরের পৃথক দুটি অংশ নিয়ন্ত্রণও করছে। এর মধ্যে ভারতশাসিত অংশেই দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা আছে। তিন দশকেরও বেশি সময় ধরে ওই এলাকায় সংঘাত-সহিংসতায় হাজার হাজার লোকের প্রাণ গেছে। ভারতের সংবিধানে কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার অংশটুকু অনুচ্ছেদ ৩৭০-এ বিবৃত ছিল। এ অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীরকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার দিয়েছিল। রাজ্যটির কেবল পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ছিল দিল্লীর হাতে। সাত দশকজুড়ে কাশ্মীরের সঙ্গে ভারত রাষ্ট্রের যে জটিল সম্পর্ক ৩৭০ অনুচ্ছেদই তার মূলভিত্তি বলে গণ্য করা হয়। পার্লামেন্টে বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও গত সপ্তাহে বিজেপি সরকার কাশ্মীরকে দেয়া এ বিশেষ সুবিধাদী বাতিল করে দেয়। কাশ্মীর নিয়ে নয়া দিল্লীর ওপর চাপ বাড়াতে পাকিস্তান বৃহস্পতিবার থেকে ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।
×