ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিডি চয়েস মিউজিকের বর্ণাঢ্য ঈদ আয়োজন

প্রকাশিত: ০৯:০১, ১০ আগস্ট ২০১৯

  সিডি চয়েস মিউজিকের বর্ণাঢ্য ঈদ আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ স্বনামধন্য অডিও, ভিডিও কোম্পানি ‘সিডি চয়েস মিউজিক’ এবার পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নানা আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হয়েছে। রয়েছে জনপ্রিয় অনেকগুলো কণ্ঠশিল্পীর গান, মিউজিক ভিডিও এবং নাটক। এমনটাই জানান ‘সিডি চয়েস মিউজিক’-এর কর্ণধার এমদাদ সুমন। তিনি বলেন, চেষ্টা করেছি বেশ কিছু ভাল কাজ দিয়ে আমাদের দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে। তারই ধারাবাহিকতায় বেশকিছু ভাল কাজ এবার দর্শক-শ্রোতারা পেতে যাচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য-জনপ্রিয় কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কাঙ্গালের মনের ব্যথা’। গানের কথা লিখেছেন এস এম মিজানুর রহমান, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ‘জলদীঘি’। গানের কথা ও সুর করেছেন রোমান রাজু ও সঙ্গীত মুশফিক লিটু। জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব মুসাব্বির ও শিল্পী বিশ্বাসের ‘মন পিঞ্জিরা’। কথা লিখেছেন এমদাদ সুমন, সুর ও সঙ্গীত করেছেন রাকিব মুসাব্বির। রাকিব মুসাব্বির ও ফারাবির ‘জানো না তুমি তো জানো না’। কথা এমদাদ সুমন। কণ্ঠশিল্পী সানি আজাদের ‘কি নেশা তোর ভালবাসাতে’। গানটির কথা লিখেছেন এমদাদ সুমন, সুর করেছেন ওসমান সজীব, মিউজিক আহমেদ সজীব। কামরুজ্জামান রাব্বি, নওরিন, অবিনাশ বাউল ও বিন্দু কনার ‘কুরবানির ঈদ এলো’ শিরোনামের গান। কথা লিখেছেন শাহ আলমগীর, সুর মিজান দৌলত, সঙ্গীত রুমি সেন। উজ্জল খানের ‘ললনা ভারি দেখতে কিউট’। কথা এমদাদ সুমন, সুর মাসুম, সঙ্গীত জনি। দ্বীন ইসলামের ‘বালিকা’। কথা লিখেছেন এন আই বুলবুল, সুর মাসুম ও সঙ্গীত অনিক সাহান। কণ্ঠশিল্পী মাসুমের ‘লাভ ইউ লাভ ইউ’ শিরোনামের আইটেম গান। কথা লিখেছেন এমদাদ সুমন, সুর শিল্পী নিজেই ও সঙ্গীত আয়োজনে ছিলেন রাহুল। কণ্ঠশিল্পী মাহিদুল রাজের ‘ভালই লাগে তোর পিরিতে’। কথা ফারুক খান, সুর করেছেন মাসুম ও সঙ্গীত জনি। কণ্ঠশিল্পী কে জামানের ‘জ্বালাইয়া গেলি বিষের আগুন’। কথা আবু রাইহান, সুর করেছেন মাসুম ও সঙ্গীত অনিক সাহান। শান্তা পাল তুলির ‘নিষ্ঠুর কালারে’। কথা এস এম মিজানুর রহমান, সুর ও সঙ্গীত করেছেন মন। ‘জগত সংসার’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সরকার। কথা রাকিব ইমরান, সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন জনি। কণ্ঠশিল্পী পরান ও তারিনের ‘বডি ফিগার’ আইটেম গান। গানের কথা লিখেছেন রতন, সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন রাহুল। কণ্ঠশিল্পী মাসুমের ‘তুই আয় ফিরে আয়’। কথা সাজ্জাদ হোসেন, সুর শিল্পী নিজেই ও সঙ্গীত জনি। ‘ওগো প্রিয়জন’ শিরোনামের একটি গান নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী দিলারা খান। কথা এমদাদ সুমন, সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন জনি। ‘তার পিরিতের নেশায়’ কণ্ঠশিল্পী সোনিয়া জান্নাত। গানটির কথা ও সুর করেছেন এমদাদ সুমন, সঙ্গীত করেছেন জনি। কণ্ঠশিল্পী জেরিন আফরোজের ‘পাখি আমার পোষ মানে না’ গানটির কথা এমদাদ সুমন, সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন অনিক সাহান। কণ্ঠশিল্পী মাসুমের ‘প্রাণ বন্ধুরে’। গানের কথা লিখেছেন ওমর ফারুক, সুর শিল্পী নিজেই ও সঙ্গীত আয়োজনে ছিলেন জনি। কণ্ঠশিল্পী মাহিমের ‘ও পাগল মন’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই ও সঙ্গীত করেছেন জনি। ‘তুই খুব ভালারে পোলা’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইশরাত জাহান। গানটির কথা ও সুর করেছেন মাসুম ও সঙ্গীত করেছেন অরণ্য আকন। কণ্ঠশিল্পী সজলের ‘দুঃখেরি সাতকাহন’। গানের কথা এমদাদ সুমন, সুর করেছেন মাসুম ও সঙ্গীত আয়োজনে ছিলেন অরণ্য আকন। কণ্ঠশিল্পী সুমন শিকদারের ‘তুমি আসবে কখন’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই ও সঙ্গীত করেছেন রিমো বিপ্লব। এছাড়াও আসছে ‘বন্ধুর টান’ শিরোনামের নাটক। অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, সুমনা সরকার, মনিরা মিঠু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আতীন্দ্র কান্তি অযু। নাটক ‘মেয়ে’, পরিচালক আতীন্দ্র কান্তি অযু। অভিনয় করেছেন- শান্তা ইসলাম, সানি দাস, সুমন তালুকদার, আজিজ শাহ। রচনা আতীন্দ্র কান্তি অযু।
×