ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ শফির কথায় রাজিবের গান

প্রকাশিত: ০৯:০১, ১০ আগস্ট ২০১৯

 মুস্তাফিজ শফির কথায় রাজিবের গান

স্টাফ রিপোর্টার ॥ ‘একদিন বৃষ্টির শহরে, হাঁটবো দু’জন হাত ধরে’ এমন কথায় সাজানো গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রাজিব। গানটির শিরোনাম ‘একদিন বৃষ্টির শহরে’। সাংবাদিক মুস্তাফিজ শফির লেখা এই গীতিকবিতায় সুর সংযোজন করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। সম্প্রতি ড্রপ বিট স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। এবার ঈদে অডিও-ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সঙ্গীত ভুবনে গীতিকবি হিসেবে পা রাখা প্রসঙ্গে মুস্তাফিজ শফি বলেন, আমার কবিতায় সুরারোপ করে এর আগেও অনেকে গেয়েছেন। তবে একটি গান নিয়ে এরকম আয়োজন এটাই প্রথম। তিনি বলেন, বৃষ্টি নিয়ে প্রত্যেক মানুষের মনের ভেতরেই কিছু কল্পনা আছে। এই গানের কল্পনার সঙ্গে অনেকের কল্পনা মিলে যাবে এটা বলাই যায়। রাজিব বলেন, অনেকদিন পর এমন একটি গানে কণ্ঠ দিলাম, যার কথা ও সুরে শ্রোতা বৈচিত্র্য খুঁজে পাবে। গানের কথায় মিশে আছে এমন কিছু দৃশ্য যা বাস্তব করে তোলার ইচ্ছা অনেকের মনের মধ্যে থাকে। এ ধরনের গীতিকথার সঙ্গে যে মেলেডি থাকা উচিত ঠিক সেটাই তুলে ধরেছেন সুরকার লুৎফর হাসান ও সঙ্গীতায়োজক মার্শাল। লুৎফর হাসান বলেন, গানটি ব্যতিক্রম। গানের কাব্য কথায় যেমন নান্দনিকতা আছে, তেমনি আছে দারুণ এক কল্পদৃশ্য।
×