ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: ০৯:০১, ১০ আগস্ট ২০১৯

 ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বরেণ্য লেখক ও গবেষকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে তাঁদের মূল্যবান বক্তব্য নিয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নিয়মিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি স্মারক বক্তৃতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান গত ৭ আগস্ট বেলা সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। ‘বাংলার রাজনৈতিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধু’ শিরোনামে বক্তৃতায় অবিভক্ত বাঙলার রাজনৈতিক নেতৃত্বের তুলনামূলক আলোচনা করা হয়। বক্তৃতার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট শাতাদাত বরণকারী সকল শহীদদের প্রতি প্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শিশুদের সমবেত কন্ঠে ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘শোন একটি মুজিবরের থেকে’ গান দুটি পরিবেশিত হয়। একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ‘দুখিনী বাংলা জননী বাঙলা’ গানের সাথে নৃত্য পরিবেশন করে।
×