ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদের তিন চলচ্চিত্র

প্রকাশিত: ০৮:৫৯, ১০ আগস্ট ২০১৯

ঈদের তিন চলচ্চিত্র

গৌতম পান্ডে ॥ দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঈদ মানেই আনন্দ। এ সময় আত্মীয়, পরিজন ও কাছের মানুষদের নিয়ে হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করার আনন্দটাই দিনকে দিন ফিকে হয়ে আসছে। তবে ঈদ উপলক্ষে দেশের চলচ্চিত্রপাড়া কাকরাইলে তেমন কোন তোড়জোড় দেখা যাচ্ছে না। এক সময়ে ঈদে চলচ্চিত্র মুক্তির এক মাস আগে থেকে কাকরাইল হল মালিকদের আনাগোনায় থাকত সরগরম। এখন আগের মতো চলচ্চিত্রের পোস্টার ব্যানারের জৌলুস নেই বললেই চলে। হল মালিকদের মধ্যেও বিরাজ করছে এক ধরনের হতাশা। হল মালিকদের মুখে কয়েক বছর আগেও আনন্দের হাসি দেখা যেত। কারণ ঈদের চলচ্চিত্র মানেই ছিল সুপারহিট ব্যবসা। সারাদেশ থেকে হল মালিকরা চলচ্চিত্র নেয়ার জন্য আগাম টাকাও বুকিং দিতেন। বুকিং এজেন্ট সমিতি থেকে খবর নিয়ে জানা যায়, এবারের ঈদে ছবি নিয়ে তেমন কোন আগ্রহ নেই হল মালিকদের। ঢালিউডে চলচ্চিত্র সঙ্কট এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগ আর হঠাৎ করে ডেঙ্গু আতঙ্কের প্রভাব পড়েছে চলচ্চিত্রেও। মানুষ স্বস্তিতে নেই। তাছাড়া ঈদের চলচ্চিত্রের জন্য যে আলাদা একটা প্রচার দরকার, সেটাও এবার লক্ষ্য করা যাচ্ছে না। তাই অন্য বারের তুলনায় এবারের ঈদে হলের সংখ্যাও কমতে পারে। এবারের ঈদ-উল-আজহা তিনটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলো হচ্ছে- শাকিব খান ও বুবলী অভিনীত এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না, ভারতের রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’ এবং বাংলাদেশের বশির আহমেদ পরিচালিত ‘ভালোবাসার জ্বালা’। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ঈদ-উল-ফিতরে মৌসুমি হলসহ প্রায় ৩০০ হলে ঈদের তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়ে ছিল। কিন্তু এবার বন্যার কারণে উত্তর অঞ্চলের কিছু জেলায় হয়ত হল খুলবে না। তাছাড়া দেশের মধ্যে ডেঙ্গু আতঙ্ক। সব মিলে এবার ঈদে হলের সংখ্যা কমতে পারে। কোরবানির ঈদেও চলচ্চিত্র সঙ্কটের কথা জানালেন প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, ঈদে আমরা শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি আমাদের প্রেক্ষাগৃহে চালাব। তবে দিনে দিনে ঈদের চলচ্চিত্র নিয়েও হল মালিকরা সঙ্কটে রয়েছেন। কারণ চলচ্চিত্রের ব্যবসা নিয়ে বেশ শঙ্কিত তারা। দেশীয় চলচ্চিত্রের সেই রমরমা ব্যবসা এখন আর নেই। তাই নতুন চলচ্চিত্র নিলেও ব্যবসা নিয়ে শঙ্কায় থাকতে হয়। এত কিছুর মধ্যে শাকিব ও বুবলীর ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি নিয়ে আমি আশাবাদী। বলাকা হলের ব্যবস্থাপক এস এম শাহীন বলেন, ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি ঈদে বলাকায় চলবে। তিনি বলেন, হল মালিকদের মনে এবার ঈদের চলচ্চিত্র নিয়ে তেমন কোন আনন্দ নেই। ‘মনের মতো মানুষ পাইলাম না’ : ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। দু’মাস আগে ঈদকে কেন্দ্র করেই নির্মাতা জাকির হোসেন রাজু শুরু করেন চলচ্চিত্রটির নির্মাণ কাজ। কিন্তু এত অল্প সময়ে চলচ্চিত্রটির যাবতীয় কাজ শেষ হবে কিনা- এ নিয়ে অনেকটাই সংশয়ে ছিলেন নির্মাতা। চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। চলচ্চিত্রের গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সঙ্গীত করছেন শফিক তুহিন। এর মধ্যে দুটি গানের দৃশ্যায়ন হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রটি দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এর প্রযোজক এনামুল আরমান বলেন, এরই মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং ঢাকা ও ঢাকার বাইরে বড় ১০৩টি হল বুকিং হয়ে গেছে। আশা করছি, শেষ মুহূর্তে গিয়ে হলের সংখ্যা দেড় শ’র বেশি হবে। ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ‘বেপরোয়া’ : এদিকে ‘বেপরোয়া’ চলচ্চিত্রকে অনেক আগেই ঈদের চলচ্চিত্র হিসেবে ঘোষণা দিয়েছে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চিত্রনায়িকা ববি এবং চিত্রনায়ক রোশানের এ চলচ্চিত্রটি দর্শকের নতুন বিনোদন দেবে বলে জানান ববি। জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন বলেন, এরই মধ্যে ৬০টির মতো হল বুকিং হয়েছে। চাঁদরাত পর্যন্ত ৮০টি হল হতে পারে। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, খালিদ হোসাইন সুজন প্রমুখ। ‘ভালোবাসার জ্বালা’ : নবাগত শাকিল খান ও অর্পাকে নিয়ে পরিচালক বশির আহমদ তৈরি করেছেন ‘ভালোবাসার জ্বালা’ চলচ্চিত্রটি। ঈদ-উল-আজহায় দেশের ১০টি হলে মুক্তির কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, অনেক দিন পর ঢালিউডে সাপের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্যও বশির আহমদের।
×