ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের বৈঠক

প্রকাশিত: ১২:৪৫, ৯ আগস্ট ২০১৯

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের বৈঠক

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকায় অবস্থানরত যাত্রামালিক-শিল্পীরা গত সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদ এমপির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মন্ত্রীকে সাত দফা সুপারিশ জানানো হয়। সুপারিশগুলো হচ্ছে : যাত্রানুষ্ঠানের সহজ অনুমতি প্রদানের জন্য প্রত্যেক জেলা প্রশাসনে সরকারীভাবে প্রজ্ঞাপন জারি করা, যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা সংশোধন করা, প্রত্যেক জেলায় যাত্রামঞ্চ নির্মাণ করা, দরিদ্র ও অসচ্ছল যাত্রাশিল্পীদের জন্য পৃথক কল্যাণ তহবিল গঠন করা, প্রতি বছর শিল্পকলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী জাতীয় যাত্রা উৎসবের আয়োজন করা, উন্নতমানের যাত্রাদলকে উৎসাহ প্রদানের লক্ষ্যে অনুদান দেয়া এবং শিল্পকলা একাডেমিতে পৃথক যাত্রা বিভাগ ও জাতীয় যাত্রামঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া। মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে দাবিগুলো পর্যবেক্ষণ করেন এবং জেলা প্রশাসনে প্রজ্ঞাপন জারি, দরিদ্র যাত্রাশিল্পীদের জন্য পৃথক কোটার ব্যবস্থা এবং যাত্রাশিল্পকে অনুদান দেয়া ইত্যাদি দাবির সঙ্গে সহমত পোষণ করেন। প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিক পরিবেশে সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং যাত্রাশিল্পের মানোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশ্বাস দেন। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে’র নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, কার্যকরী সভাপতি বদরুল আলম দুলাল এবং বজলুর রহমান মিলন, গাজী বেলায়েত, এম আলম লাবলু, এম.এ মজিদ, এস.এম শফি, মান্নান, স্বপন পা-ে মাসুম চৌধুরী, নজরুল মাতবর ফিরোজ, পায়েল, রেখা রানী গুণ প্রমুখ নেতা।
×