ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের একাধিক নাটকে চঞ্চল সৈকত

প্রকাশিত: ১২:৪৪, ৯ আগস্ট ২০১৯

ঈদের একাধিক নাটকে চঞ্চল সৈকত

স্টাফ রিপোর্টার ॥ দেশের গুণী একজন নাট্যকর্মী, নাট্যকার, নির্দেশক, মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং দক্ষ সংগঠক ড. চঞ্চল সৈকত। নাট্য সংগঠন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পাশাপাশি একটি সরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। মঞ্চের পাশাপাশি ছোট পর্দা ও বড় পর্দাতেও নিয়মিত কাজ করেন। নিয়মিত কাজের ধারাবাহিকতায় এবারের ঈদ-উল আজহা উপলক্ষে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে জিটিভির ঈদের বিশেষ নাটক ‘ভুজঙ্গি’, বাংলা টিভির সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাবার বিয়ে, বিটিভির বিশেষ নাটক ‘পুষ্টি’, এটিএন বাংলায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’, চলচ্চিত্র ‘সব সুখ তোর জন্য’ প্রভৃতি। এছাড়া নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের প্রযোজনায় ড. চঞ্চল সৈকতের নির্দেশনায় ‘ইউরিডাইস’ নাটকটি অচিরেই মঞ্চে আসছে। পাশাপাশি অসংখ্য সৃজনশীল কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে ড. চঞ্চল সৈকত। তারজন্য শুভ কামনা।
×