ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই মাস নিষিদ্ধ জেসুস

প্রকাশিত: ১২:৪১, ৯ আগস্ট ২০১৯

দুই মাস নিষিদ্ধ জেসুস

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকান ফুটবলারদের যেন নিষেধাজ্ঞার খড়গ চলছে। কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (কনমেবল) বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলকেও ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সেলেসাওভক্তদের বাজে আচরণ। জরিমানার পাশাপাশি সতর্কও করা হয়েছে নয়বারের কোপা চ্যাম্পিয়ন ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় দলের সঙ্গে যে কোন আনুষ্ঠানিক ও প্রীতি ম্যাচ খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে জেসুসকে। সেই সঙ্গে ৩০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। ডিসিপ্লিনারি রুলসের ৭.১ ও ৭.২ অনুচ্ছেদ ভঙ্গ করায় শাস্তি পেতে হলো জেসুসকে। গত মাসে ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে বাজে আচরণের জন্য এই শাস্তি পেলেন জেসুস। অথচ ওই ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছিলেন। একটি গোল নিজে করার পাশাপাশি আরেকটি বানিয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে ফাইনালের প্রতিপক্ষ পেরুর কার্লোস জামব্রানোকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ম্যানচেস্টার সিটিতে খেলা এই তরুণ। শুধু তাই নয়, মাঠ ছাড়ার সময় রেফারি রবার্টো টোবারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং ভিএআর মনিটরে ধাক্কা দেন।
×