ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পিনার কলিনের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১২:৪১, ৯ আগস্ট ২০১৯

স্পিনার কলিনের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে নতুন রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ও লেস্টারশায়ার ফক্সেস অধিনায়ক কলিন একেরম্যান। তিনি ভাইটালিটি ব্লাস্ট টি২০ লীগের ম্যাচে ১৮ রানের বিনিময়ে সাত উইকেট নিয়েছেন। যা টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড। টি২০ ক্রিকেটে একটি ম্যাচে সাত উইকেট আজ পর্যন্ত কোন বোলার পাননি। বার্মিংহ্যাম বিয়ার্সের মাইকেল বার্গেস, স্যাম হাইন, উইল রোডস, লিয়াম ব্যাঙ্কস, এ্যালেক্স টমসন, হেনরি ব্রুকস ও জিতেন প্যাটেল তার শিকার। সাত উইকেটের মধ্যে ছ’টি তিনি পেয়েছেন দুই ওভারে। বার্মিংহ্যামের শেষ আট উইকেট পড়ে ২০ রানের মধ্যে। ম্যাচটি ৫৫ রানে জিতে নিয়েছে লেস্টারশায়ার ফক্সেস। এর আগে টি২০ ক্রিকেটে সেরা বোলিং ছিল মালয়েশিয়ার অরুল সুপিয়ার। ২০১১ সালে গ্ল্যামারগনের বিরুদ্ধে ৫ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছিলেন সমারসেটের অরুল। অতীতে টি২০ ক্রিকেটে কলিন একেরম্যানের সেরা বোলিং ফিগার ছিল ৩/২১। রেকর্ড গড়ার পর একেরম্যান বলেছেন, ‘ম্যাচটা দীর্ঘদিন মনে থাকবে। উচ্চতাকে কাজে লাগিয়ে উইকেট থেকে বাউন্স আদায়ের চেষ্টা করেছিলাম। তাতেই সাফল্য এসেছে।’
×