ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি

প্রকাশিত: ১২:৪০, ৯ আগস্ট ২০১৯

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপে সেই ধারাবাহিকতা মিলেনি। আর তাই আবারও বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। ৩১ আগস্ট পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপে ওঠার মিশন শুরু হবে। বাছাইপর্ব হবে স্কটল্যান্ডে। তবে আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হবে। আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্ব মাঠে গড়াবে। যেখান থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি২০ বিশ্বকাপে। এ বাছাইপর্বের প্রথমদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। ১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে যুক্তরাষ্ট্র। আর ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে খেলা হবে। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যে গ্রুপে পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে। ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, জিম্বাবুইয়ের পরিবর্তে সুযোগ পাওয়া নামিবিয়া, হল্যান্ড ও থাইল্যান্ড খেলবে। গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল হবে এবং ৭ সেপ্টেম্বর ফাইনাল হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট চারদলকে নিয়ে হবে সেমিফাইনাল। পরে শেষ চারের সেরা দুই দল ফাইনালে যাবে। ফাইনালিস্ট দুই দলকেই দেয়া হবে টি২০ বিশ্বকাপের টিকেট। আগামী ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ম্যাচ দুইটি। পরে ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাইপর্ব।
×