ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত প্রতিষ্ঠানের সঙ্গে পিএমওর কর্মসম্পাদন চুক্তি

প্রকাশিত: ১২:৩৯, ৯ আগস্ট ২০১৯

সাত প্রতিষ্ঠানের  সঙ্গে পিএমওর  কর্মসম্পাদন  চুক্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনের আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) তার ৭টি সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার বিকেলে পিএমও’তে এক অনুষ্ঠানের মাধ্যমে এই এপিএগুলো স্বাক্ষর হয়। খবর বাসসর। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিএমও সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যেসব প্রতিষ্ঠানগুলো এদিন এপিএ স্বাক্ষর করে সেগুলো হচ্ছে-বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপিএ), এনজিও এ্যাফেয়ার্স ব্যুরো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এসএসডিএ) এবং আশ্রয়ন-২ প্রকল্প। পিএমও’র পক্ষে এর সচিব সাজ্জাদুল হাসান এবং বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, বিডা’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলকামা সিদ্দিকী, এনজিও এ্যাফেয়ার্স ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ শাহাদাত হোসেন, এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেইন এবং আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
×