ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের জয়

প্রকাশিত: ১২:৩৬, ৯ আগস্ট ২০১৯

বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। বুধবার রাতে অস্ট্রিয়া সফরে স্বাগতিক দেশের ক্লাব রেড বুল সলসবার্গকে ১-০ গোলে হারিয়েছে অতিথি রিয়াল। সলসবার্গের রেড বুল এ্যারানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের জয়সূচক গোলদাতা নতুন আসা তারকা ইডেন হ্যাজার্ড। এটি গ্যালাক্টিকোদের জার্সিতে বেলজিয়াম ফরোয়ার্ডের প্রথম গোল। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে ইতালিয়ান ক্লাব নেপোলিকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসিবিহীন বার্সিলোনা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতালানদের হয়ে গোল করেন সার্জিও বসকুয়েটস ও ইভান রাকিটিচ। নেপোলি একমাত্র গোলটি পায় বার্সার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমটিটির আত্মঘাতীর সৌজন্যে। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি মিশনে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছিল রিয়াল। জার্মানিতে অডি কাপের ফাইনালে খেলতে পারেনি। তবে সেখান থেকেই শেষ ম্যাচ জিতে তৃতীয় হয়ে আসার পর দলটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। সলসবার্গকে হারিয়ে রিয়ালের টানা দ্বিতীয় জয়ে সে প্রমাণই মিলছে। এই ম্যাচটির আগে চারটি প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতেই হার মানে রিয়াল। হজম করতে হয় ১৩ গোল। কোচ জিনেদিন জিদানকে তাই দুর্ভাবনায় পড়তে হয় নতুন মৌসুম শুরুর আগেই। তবে ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রিয়া সফরে রিয়ালের বড় প্রাপ্তি নতুন রিক্রুট হাজার্ডের গোল পাওয়া। আগের ম্যাচগুলোতে ভাল খেলেও গোলবঞ্চিত হচ্ছিলেন তিনি। অবশেষে সলসবার্গের বিরুদ্ধে ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন হ্যাজার্ড। গোলটি ছিল চোখ ধাঁধানো। বাঁপ্রান্ত থেকে হ্যাজার্ডকে পাস দেন ফরাসী তারকা করিম বেনজামা। এরপর চলতি বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ গতিতে স্বাগতিকদের এক ডিফেন্ডারকে ছাড়িয়ে যান হ্যাজার্ড। এরপর বামপ্রান্ত দিয়ে ড্রিবলিং করে ভেতরে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। এই ম্যাচে দারুণ এক সাদৃশ্যের সাক্ষী হয়েছেন হ্যাজার্ড। এর আগে তিনি চেলসিতে খেলতেন। সেখানে খেলাকালেই ২০১৩ সালের ৭ আগস্ট প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন বর্তমান ক্লাব রিয়ালের। ম্যাচটি ছিল প্রীতি। গত জুনে চেলসি থেকে রিয়ালে যোগ দেয়ার পর দলটির হয়ে হ্যাজার্ড প্রথম গোল পেয়েছেন সেই ৭ আগস্টেই। প্রীতি ম্যাচে বেয়ার্ন মিউনিখ, আর্সেনাল, এ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহ্যাম হটস্পার ও ফেনারব্যাচের বিপক্ষে ভাল খেললেও গোল পাননি হ্যাজার্ড। শেষ পর্যন্ত গোলের অপেক্ষা ঘোচাতে পেরে খুশি তিনি। বেলজিক তারকা বলেন, মাঠে নামলে সবাই জিততে চায় আর ফরোয়ার্ড হিসেবে তো গোল করতে চাওয়াই স্বাভাবিক। গত পাঁচ ম্যাচে এ মুহূর্তের অপেক্ষায় ছিলাম আর এই ম্যাচে ঘটেছে। খুব ভাল লাগছে। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এই ম্যাচে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডারকে রিয়ালের জার্সিতে অভিষেকের সুযোগ করে দেন কোচ জিদান। রক্ষণভাগে সার্জিও রামোস ও রাফায়েল ভারানের পাশে খেলেছেন তিনি। এখন সলসবার্গের ফর্মটাই হ্যাজার্ডসহ সবার কাছ থেকে আগামী ম্যাচে দেখতে চান রিয়াল বস জিদান। রবিবার প্রাক-মৌসুমের শেষ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব এএস রোমা। ওই ম্যাচের পর আগামী সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার মিশন শুরু করবে চাঁদেরহাট খ্যাত দলটি। ঘাতক ইনজুরির কারণে প্রাণভোমরা মেসিকে ছাড়াই মার্কিন মুলুকে পা রেখেছে বার্সিলোনা। তাতে অবশ্য জয় আটকায়নি কাতালানদের। নেপোলির একের পর ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতে নেয় বার্সা। ১-১ গোলে সমতায় যখন ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচ, তখন ম্যাচ শেষের ১১ মিনিট আগে দুর্দান্ত রকেট শটে বার্সার জয় নিশ্চিত করেন বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার রাকিটিচ। এর আগে ম্যাচের ৩৮ মিনিটে বসকুয়েটসের গোলে এগিয়ে যায় বার্সা। বেশি সময় সেই লিড ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। ৪২ মিনিটে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাব নেপোলি। এরপর অনেকটাই সমানে সমান লড়াই করা দুই দল সমতায় থেকেই বিরতিতে যায়। ফিরে এসেও লড়াই হয় সেয়ানে সেয়ানে। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে রাকিটিচের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয় বার্সার। প্রস্তুতি ম্যাচে এটি বার্সিলোনার টানা চতুর্থ জয়। রবিবার এই নেপোলির বিরুদ্ধে আরেকটি গা গরমের ম্যাচ খেলবেন গ্রিজম্যান, সুয়ারেজ, আলবারা।
×