ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়েকে নিয়েই ত্রিদেশীয় টি২০ সিরিজ

প্রকাশিত: ১২:৩৬, ৯ আগস্ট ২০১৯

জিম্বাবুইয়েকে নিয়েই ত্রিদেশীয় টি২০ সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি জিম্বাবুইয়ের বাংলাদেশে আসা নিয়ে বলেছিলেন, ‘আইসিসির নিষেধাজ্ঞায় থাকলেও জিম্বাবুইয়ে ঠিকই ঢাকা আসবে এবং আমরা যে আফগানিস্তান আর জিম্বাবুইয়েকে নিয়ে তিন জাতি ক্রিকেট আসর আয়োজনের চিন্তা করছি, তাতে অংশও নেবে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘আইসিসির নিষেধাজ্ঞায় পড়লেও জিম্বাবুইয়ের বাংলাদেশে আসা নিয়ে কোন সংশয় নেই। সেটা আইসিসির ওই নিষেধাজ্ঞায় ধর্তব্য হবে না। জিম্বাবুইয়ে ঠিকই বাংলাদেশে আসবে।’ বিসিবি সভাপতির কথাই সত্য হলো। জিম্বাবুইয়েকে নিয়েই হবে ত্রিদেশীয় টি২০ সিরিজ। বিসিবি সিরিজের সূচীও নিশ্চিত করেছে। এমনকি বাংলাদেশ ও আফগানিস্তান যে একমাত্র টেস্ট খেলবে সেটিও নিশ্চিত করে দিয়েছে। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়ে যাবে। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর। এই সিরিজের আগে ৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে নামবে। টেস্ট ম্যাচের আগে ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে বিসিবি একাদশের বিরুদ্ধে আফগানদের দুইদিনের প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। তার মানে আফগানিস্তানের বিরুদ্ধে যখন প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ, সেই ম্যাচটি হবে চট্টগ্রামে। এ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলতে ৩০ আগস্ট বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান দল। শুরুতে আফগানরা চট্টগ্রামেই ঘাঁটি গাড়বে। সেখানেই যে টেস্ট ম্যাচটি হবে। টেস্ট ম্যাচ খেলে ঢাকায় চলে আসবেন বাংলাদেশ ও আফগানিস্তান দলের ক্রিকেটাররা। পুরো পাঁচদিন খেলা হলে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচটি ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা। এরমধ্যেই ৮ সেপ্টেম্বর জিম্বাবুইয়ে দল ঢাকায় এসে পৌঁছাবে। এ সিরিজে জিম্বাবুইয়ের খেলা নিয়ে ছিল সংশয়। আইসিসি তাদের সদস্যপদ যে স্থগিত করে দিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ চলায় সদস্যপদ স্থগিত হয়ে যায়। এমনকি জিম্বাবুইয়ের স্থানে আসন্ন টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে নাইজিরিয়াকে নেয়া হয়েছে। জিম্বাবুইয়ের পুরুষ ক্রিকেট দলের স্থানে নাইজিরিয়া ও নারী দলের স্থানে নামিবিয়াকে সুযোগ করে দেয়া হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্যই জিম্বাবুইয়ের সদস্যপদ ভালভাবেই স্থগিত হয়ে গেছে। বাংলাদেশে তাই খেলতে আসতে পারবে কিনা জিম্বাবুইয়ে এ নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু সেই শঙ্কা এখন দূর হয়ে গেছে। বাংলাদেশে আসছে জিম্বাবুইয়ে। ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিরুদ্ধে একটি টি২০ প্রস্তুতি ম্যাচ খেলার পর মূল সিরিজে খেলতে নামবে জিম্বাবুইয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুইয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজ মাঠে গড়াবে। এরপর ১৪ সেপ্টেম্বর জিম্বাবুইয়ে-আফগানিস্তান ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এ তিনটি ম্যাচ মিরপুরে হওয়ার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে পরের তিনটি ম্যাচ। ১৮ সেপ্টেম্বর আবার বাংলাদেশ-জিম্বাবুইয়ে দিয়েই চট্টগ্রামপর্বের শুরু হবে। ২০ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুইয়ে ও ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে। যে দুটি দল পয়েন্ট তালিকায় ওপরে থাকবে তারা ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে খেলবে। লীগপর্বে প্রতিটি দল দুই দলের সঙ্গে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে।
×