ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রকাশিত: ১২:২২, ৯ আগস্ট ২০১৯

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

মরিয়ম নওয়াজ গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে এবং পিএমএল-এন’র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেফতার করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল একাউন্ট্যাবিলিটি ব্যুরো (এনএবি)। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বৃহস্পতিবার বলেছেন, মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়েছে। এনএবি তাকে লাহোর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের কোন কারণ আমাদের জানানো হয়নি। লাহোরে কোট লাখপত জেলের বাইরে মরিয়মকে কাস্টডিতে রেখেছে এনএবি। সেখানে তিনি তার বাবাকে দেখতে গিয়েছিলেন। চৌধুরী সুগার মিল মামলায় এনএবি বৃহস্পতিবার মরিয়মকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু মরিয়ম এনএবির সামনে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। -ডন ইসরাইলী সৈন্যের লাশ উদ্ধার অধিকৃত পশ্চিম তীরে এক ইহুদী বসতির কাছ থেকে বৃহস্পতিবার ইসরাইলী এক সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে ছুরিকাঘাতের অনেক চিহ্ন রয়েছে। দেশটির সামরিক বাহিনী একথা জানায়। এ ঘটনার বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) সকালে হেরনের উত্তরে এক ইহুদী বসতির কাছ থেকে ছুরির আঘাতের চিহ্ন থাকা এক সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে।’-এএফপি সৌদি যুবরাজ ও পম্পেওর বৈঠক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার টেলিফোনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে সমুদ্র নিরাপত্তা, ইরান ও ইয়েমেন বিষয়ে আলোচনা করেছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘মন্ত্রী এ অঞ্চলের চরম উত্তেজনা এবং নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সমুদ্র নিরাপত্তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।’ ইরান এক মাসের কম সময়ের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উপসাগরীয় জলসীমা থেকে তিনটি ট্যাঙ্কার আটক করেছে। এ অঞ্চলে অবস্থান করা কয়েকটি জাহাজে হামলা চালানোয় যুক্তরাষ্ট্র তেহরানকে দায়ী করে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় জলসীমা হয়ে মালবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। Ñএএফপি অস্ট্রেলীয় এমপির বক্তব্যের নিন্দা চীনের চীনের প্রতি পাশ্চাত্যের অভিগমনকে তুলনা করার জন্য অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দলের এক এমপিকে তীব্র তিরস্কার করেছে চীন। এমপি তার মন্তব্যে নাৎসি জার্মানিকে রুদ্ধ করার ব্যর্থতাকে বিপর্যয়কর বলে উল্লেখ করেছেন। পার্লামেন্টারি নিরাপত্তা কমিটির প্রধান এন্ড্রু হ্যাস্টি বৃহস্পতিবার বলেছেন, অস্ট্রেলিয়া চীনের হুমকি অনুধাবনে ব্যর্থ হয়েছে। বেজিং বলেছে, হ্যাস্টির মন্তব্য ও তার স্থায়ুযুদ্ধ মানসিকতার জন্য নিন্দা প্রকাশ করছে। অস্ট্রেলীয় এমপি স্কট মরিসন বলেছেন, হ্যাস্টি তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। -বিবিসি টোকিও’র কাছে অগ্ন্যুৎপাত জাপানের টোকিও শহরের কাছের একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো সেখান থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো। এতে আকাশের প্রায় দুই কিলোমিটার উচ্চতায় ছাইভস্ম ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পর্বতটির কাছে না যেতে সতর্কতা জারি করা হয়েছে। জাপানের রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মাউন্ট আসামা থেকে রাতে অগ্ন্যুৎপাত শুরু হলে জাতীয় আবহাওয়া সংস্থা তাদের তিন নম্বর সতর্ক সঙ্কেত জারি করে। -এএফপি
×