ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনে ১১ বিলিয়ন টন...

প্রকাশিত: ১২:২১, ৯ আগস্ট ২০১৯

দিনে ১১ বিলিয়ন টন...

তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ছে। ফলে বিশ্বে দেখা দিয়েছে উষ্ণায়ন। বরফ গলছে মেরু এলাকায়। সবচেয়ে ভয়ংকর অবস্থা গ্রীনল্যান্ডে। সেখানে এক দিনেই বরফ খণ্ড গলেছে ১১ বিলিয়ন টন। বরফ গলে পানি হয়ে যাওয়ার এ খবরে আতঙ্কিত বিজ্ঞানীরা। গলে যাওয়া বরফের পরিমাণ অলিম্পিকের ৪৪ লাখ সুইমিং পুলের সমান। গ্রীনল্যান্ডের বরফ সাধারণত গলে গ্রীষ্মেই। তবে এ বছর বরফ গলতে শুরু করেছে একটু আগেই। চার মাস ধরে সেখানে বরফ গলছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। -সায়েন্স ডেইলি
×