ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তরমুজ খাইয়ে গিনেস বুকে

প্রকাশিত: ১২:২০, ৯ আগস্ট ২০১৯

তরমুজ খাইয়ে গিনেস বুকে

তরমুজ খেয়ে বিশ্ব রেকর্ডের অংশীদার হলো যুক্তরাষ্ট্রের একদল মানুষ। মিসিসিপি রাজ্যের দ্য ওয়াটার ভ্যালি এলাকার শিল্প ও বণিক সমিতি কর্তৃপক্ষ বুধবার ৫০তম বার্ষিক তরমুজ খাওয়া প্রতিযোগিতার আয়োজন করে। এবার একসঙ্গে ৭৫৪ জনকে ভরপেট তরমুজ খাওয়ানো হয়। গত বছর ২৫৯ জনকে তরমুজ খাওয়ানো হয়েছিল। এবার লাসভেগাস ও নিউইয়র্ক থেকে পর্যটক এসে এই প্রতিযোগিতায় অংশ নেন। এক সঙ্গে এত মানুষকে বিনে পয়সায় তরমুজ খাওয়ানোয় ওয়াটার ভ্যালির শিল্প ও বণিক সমিতি কর্তৃপক্ষকে সনদ দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। সনদে এই উদ্যোগকে মহতী হিসেবে উল্লেখ করা হয়েছে। -ব্রেইটবাট
×