ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলাম নবী আজাদকে কাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি

প্রকাশিত: ১২:২০, ৯ আগস্ট ২০১৯

গুলাম নবী আজাদকে কাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজ্যসভার বিরোধীদল নেতা গুলাম নবী আজাদকে কাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি। তাকে এয়ারপোর্টে আটকে রাখা হয়। খবর এনডিটিভি অনলাইনের। বৃহস্পতিবার কাশ্মীরে কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন গুলাম নবী আজাদ। কিন্তু তাকে কাশ্মীরে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলাম নবী আজাদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীরও উপস্থিত ছিলেন। তাদের দু’জনকেই আটকে দেয়া হয় শ্রীনগর বিমানবন্দরে। নিরাপত্তার কারণেই তাদের ঢুকতে দেয়া হয়নি বলে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়। ৩৭০ ধারা বিলোপের পর শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়।
×