ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলোচনা বাতিলের জন্যে মার্কিন অবরোধকে দায়ী করলেন মাদুরো

প্রকাশিত: ১২:১৯, ৯ আগস্ট ২০১৯

আলোচনা বাতিলের জন্যে মার্কিন অবরোধকে দায়ী করলেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বিরোধী রাজনীতিকদের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিলের জন্যে মার্কিন অবরোধকে দায়ী করেছেন। নরওয়ের মধ্যস্থতায় বার্বাডোসে বৃহস্পতিবার ও শুক্রবার বিরোধী নেতা হুয়ান গুয়েইদোর প্রতিনিধিদলের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল মাদুরো সরকারী প্রতিনিধিদলকে সেখানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবৈধ নিষেধাজ্ঞাসহ অব্যাহত আগ্রাসনের কারণে প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মাদুরো। তেলসমৃদ্ধ ভেনিজুয়েলার বিরুদ্ধে সোমবার ট্রাম্প নতুন করে অবরোধ আরোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার সকল সরকারী সম্পদ জব্দ এবং এর কর্তৃপক্ষের সঙ্গে লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন। বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প প্রশাসনের আরোপিত এটি সর্বশেষ অবরোধ। মার্কিন এই অবরোধের বিরুদ্ধে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার সরকারী সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করে। -এএফপি
×