ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের দিন জরুরী অবস্থা শিথিল হতে পারে

প্রকাশিত: ১২:১৯, ৯ আগস্ট ২০১৯

ঈদের দিন জরুরী অবস্থা শিথিল হতে পারে

আগামী সোমবার কোরবানি ঈদের দিন কাশ্মীরে চলমান ১৪৪ ধারাসহ ভারত সরকারের অন্যান্য নিষেধাজ্ঞা সামান্য শিথিল হতে পারে। ভারতের টেলিভিশন চ্যানেল নিউজ-১৮ বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে। খবর এক্সপ্রেসি ট্রিবিউন অনলাইনের। ভারতের একজন সিনিয়র নিরাপত্তা সূত্রের বরাতে নিউজ-১৮-এর খবরে বলা হয়, কাশ্মীর উপত্যকায় চলমান জরুরী অবস্থা ও অন্যান্য নিষেধাজ্ঞা সামান্য শিথিল করার চিন্তা-ভাবনা করছে সরকার। কোরবানির ঈদ উপলক্ষে কাশ্মীরে ভারত সরকারের নির্দেশনা হ্রাসে স্থানীয় সরকার কাজ করছে। ওই সূত্র আরও জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সার্বক্ষণিক কাশ্মীর পরিস্থিতি আমাদের জানাচ্ছে। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তার ইঙ্গিত পেলেই সরকার কাশ্মীর পরিস্থিতি শিথিলের প্রকৃত সিদ্ধান্ত নেবে। কাশ্মীর উপত্যকাকে এক বিশাল মানবসৃষ্ট কারাগারে পরিণত করেছে ভারত সরকার। কাশ্মীরের সকল হোটেল, অতিথিশালা, সরকারী ও বেসরকারী ভবন এই জেলখানার অংশ। নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর সেখানকার পাঁচ শ’ জনের বেশি রাজনীতিবিদ, কর্মকর্তা ও স্বাধীনতাকামী নেতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সরকারের নির্দেশনায় কাশ্মীরের সকল হোটেল, দুটি বড় অতিথিশালা চেন্তার ও হরিনিবাশ, ফরেস্ট অতিথি ভবন, সরকারী অফিসারদের কলোনিসমূহকে সাব-জেলখানায় পরিণত করা হয়েছে।
×