ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১২:০৬, ৯ আগস্ট ২০১৯

চার ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ আগস্ট ॥ ভোলায় একটি আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলেন প্রধান ইয়াছিন ও তার তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো বড় বগি দাসহ ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকার নুরু ইসলামের ছেলে ডাকাত দলেন প্রধান মোঃ ইয়াছিন (২৮) ও একই এলাকার তার সহযোগী মোঃ পারভেজ (২৫), মোঃ রুবেল মিয়া (৩০) ও সুমন (২৪)। জানা যায়, বুধবার রাতে ভোলার শহরের মহাজন পট্টি আবাসিক হোটেল গ্রান্ড আজাহারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাসপাতালে মাশরাফী নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ আগস্ট ॥ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সংসদ সদস্য সদর হাসপাতাল পরিদর্শনকালে ডেঙ্গু ও অন্য রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি অতি জরুরীভাবে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিকল যন্ত্রপাতি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ডেঙ্গু রোগ সম্পর্কে বলেন, বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে, এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কি কি করণীয় এবং হাসপাতালের পরিষ্কার-পরিছন্নতা কর্মীসহ জনবল নিয়োগের বিষয়সহ হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
×