ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর র‌্যালি

প্রকাশিত: ১২:০৫, ৯ আগস্ট ২০১৯

ডেঙ্গু রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর র‌্যালি

এডিস মশার ব্যাপক বিস্তারের ফলে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বা প্রযোজ্য ক্ষেত্রে ততোধিককাল সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনতামূলক র‌্যালি আয়োজনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা এবং আশঙ্কামুক্ত রাখার পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে ডেঙ্গু বিস্তার রোধে ঢাকা মহানগরীর খিলগাঁওয়ের সম্পূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে। চলমান কার্যক্রমে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল বুধবার সকালে খিলগাঁও এলাকার উর্ধতন কর্মকর্তাগণসহ নিজে অংশগ্রহণের মাধ্যমে আনসার সদস্যদের উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, এ কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী শুক্রবার সকালে বাহিনীর পক্ষ থেকে একটি বিশাল র‌্যালি মানিক মিয়া এভিনিউয়ে বিটিসিএল অফিসের সম্মুখ হতে রাসের স্কয়ার হয়ে পান্থপথ দিয়ে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে শেষ হবে। অনুষ্ঠিতব্য র‌্যালিতে সামগ্রিক এই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দফতর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।-বিজ্ঞপ্তি।
×