ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভিজিএফের দুই হাজার বস্তা চাল উদ্ধার

প্রকাশিত: ১২:০৪, ৯ আগস্ট ২০১৯

ভিজিএফের দুই হাজার বস্তা চাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৮ আগস্ট ॥ একশ্রেণীর চেয়ারম্যানের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের কাছে ভিজিডির চাল বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এরই ধারাবাহিকতায় আবারও সরকারী চালের একটি বিশাল চালান বুধবার রাতে পাচারের চেষ্টা চালাচ্ছেন হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকার সুরমা অটো রাইস এ্যান্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী হাবিবুর রহমান। উল্লেখ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই মিলে হানা দেন। এ সময় তারা সংশ্লিষ্ট মিলের গোদামে রাখা ১ হাজার ৫০ বস্তা, একটি ট্রাকে বোঝাই করা ৮৬০ বস্তাসহ বিপুল পরিমাণ খোলা চাল জব্দ করেন। ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, প্রায় ২ হাজার বস্তা জব্দকৃত এই চাল অন্যত্র পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মিলের মালিক হাবিবুর রহমান। তারা আরও জানান, খাদ্য অধিদফতরের সিল সংবলিত প্রতিটি বস্তা ছিল ৩০ কেজি ওজনের। গায়ে লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। জব্দকৃত এসব বস্তার চাল হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য দেয়া। ম্যাজিস্ট্রেট রানা মিলের ম্যানেজার নয়নের বরাত দিয়ে জানান, জব্দকৃত চাল বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে এই ব্যবসায়ী কিনেছেন। চাল জব্দের ঘটনায় ডিসি মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে বৃহস্পতিবার শরিফুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট পেশ করবেন।
×