ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ১২:০২, ৯ আগস্ট ২০১৯

বরিশালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগজাগুয়া ইউনিয়নের চৌপাশার পুল নামক এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৮ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। নিহত মালেক ফকির ওরফে শহিদুজ্জামান মালেক ওরফে আব্দুল মালেক হাওলাদার নগকেএলাকার বান্দা ইমতিয়াজ ওরফে এনতাজ ফকিরের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল নগরীর জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেয়া মাদক বিক্রেতারা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আকস্মিক গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে র‌্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হয়ে পরে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাভারে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু সংবাদদাতা, সাভার, ৮ আগস্ট ॥ সাভারে নদীতে গোসল করতে নেমে মোঃ আকিব (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের ভাকলকান্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকিব ওই এলাকার মোঃ সাইফুল আলমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, এদিন দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নদীতে গোসল করতে নামে আকিব ও তার বড় ভাই। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যায় আকিব এবং তার ভাই। এ সময় নদীর পার্শ্ববর্তী এক মাদ্রাসার শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আকিবের ভাইকে উদ্ধার করতে সক্ষম হলেও আকিবকে উদ্ধার করতে পারেনি তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে প্রায় ২ঘণ্টা অভিযানের পরে আকিবকে উদ্ধার করা হয়। পরে আকিবকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×