ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে ডুবে যাওয়া দুই লাইটার জাহাজের ২১ নাবিক উদ্ধার

প্রকাশিত: ১২:০২, ৯ আগস্ট ২০১৯

সাগরে ডুবে যাওয়া দুই লাইটার জাহাজের ২১ নাবিক উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঝড়ো হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া সিমেন্ট ক্লিঙ্কারবাহী দুটি লাইটার জাহাজের ২১ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, যাদের উদ্ধার করা হয়েছে তারা হলেন, মীরসরাই উপজেলার শায়েস্তা খান, ফিরোজ খান, টাঙ্গাইলের সিদ্দিক, হাতিয়ার ইসহাক, সৈকত আলী, ভোলার আবদুর রহিম, ফেনীর ইকবাল হোসেন, শিবলু, ছাগলনাইয়ার আবদুর রহিম এবং মাগুরার মেহেদী। তারা ছিলেন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৮ এবং এমভি টিটু-১৯ জাহাজের নাবিক। বুধবার বিকেলে কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই করে জাহাজ দুটি রওনা হয়েছিল নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের দিকে। রোহিঙ্গা ডাকাতের স্ত্রী ও ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের পাহাড়ী এলাকা থেকে এক নারীসহ গুলিবিদ্ধ অবস্থায় দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে টেকনাফ পাহাড় থেকে লাশ উদ্ধারের পর দুপুরে পুলিশ লাশ দুটির পরিচয় শনাক্ত করে। মাদক পাচারে জড়িত এবং দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা পুলিশের। গুলিবিদ্ধ হয়ে নিহতরা হচ্ছে, টেকনাফের রোহিঙ্গা শীর্ষ ডাকাত আবদুল হাকিমের স্ত্রী রুবি আক্তার (২৫) ও হাকিম ডাকাতের ভাই কুখ্যাত ডাকাত কবির আহমদ (৪০)। পুলিশ জানান, টেকনাফ উপকূলীয় বাহারছড়া পাহাড়ী এলাকায় গুলিবিদ্ধ দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দু’টি লাশ উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
×