ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল পৌরসভা মশক নিধনে ব্যর্থ ॥ পাঁচ মেশিনের দুটিই অকেজো

প্রকাশিত: ১২:০০, ৯ আগস্ট ২০১৯

টাঙ্গাইল পৌরসভা মশক নিধনে ব্যর্থ ॥ পাঁচ মেশিনের দুটিই অকেজো

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ আগস্ট ॥ টাঙ্গাইল শহরকে ডেঙ্গুমুক্ত করতে এডিস মশা নিধন করতে পারছে না টাঙ্গাইল পৌরসভা। ‘ক’ শ্রেণীভুক্ত (প্রথম শ্রেণীর) ২৯ দশমিক ০৪ বর্গকিলোমিটার এলাকার টাঙ্গাইল পৌরসভার মশার বিরুদ্ধে যুদ্ধ করার মতো সবেধন নীলমণি পাঁচটি ফগার মেশিনের মধ্যে দুটিই অকেজো। বাকি তিনটি দিয়ে কোন রকমে ওষুধ স্প্রে করা হচ্ছে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাঁচা-পাকা ড্রেনে। এদিকে টাঙ্গাইল পৌর এলাকায় এডিস মশার পোয়াবারো অবস্থা। বৃহস্পতিবার পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬৮ রোগী ডেঙ্গু শনাক্তের পর চিকিৎসাধীন আছেন। ১৩২ বছরের প্রাচীন টাঙ্গাইল পৌরসভায় পাঁচটি ফগার মেশিনের মধ্যে দুটি মেশিন দশ বছরের পুরনো। যা এখন অকেজো অবস্থায় পড়ে আছে। মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকি তিনটি এক বছর যাবত কেনা হয়েছে। নতুন মেশিন থাকলেও এর কার্যক্রম তেমন দেখা যায় না। পৌর এলাকার প্যারাডাইস পাড়ার হাসান শেখ জানান, পৌরসভার মশা মারার মেশিন আছে কি না তা আমার জানা নাই। আমি এখন পর্যন্ত কাউকে মশার ওষুধ ছিটাতে দেখিনি। যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে, তাতে এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এসব বিষয়ে পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের সিরাজুল ইসলাম রতন জানান, মশা মারার জন্য আমাদের পাঁচটি ফগার মেশিনের মধ্যে দুটি অকেজো যা ঢাকায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। মেশিন চালানোর জন্য আমাদের ছয়জন জনবল আছে। প্রতিদিন তিনটি গ্রুপে দুইজন করে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় মশার ওষুধ ছিটানো হয়।
×