ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে ভিআইপি সড়কে অবৈধ গরুর হাট

প্রকাশিত: ১১:৫৮, ৯ আগস্ট ২০১৯

সিলেটে ভিআইপি সড়কে অবৈধ গরুর হাট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলা প্রশাসকের অনুমোদন নেই। সিটি কর্পোরেশনও অনুমতি দেয়নি। নগরীর বিমানবন্দর সড়কের চৌকিদেখী এলাকায় অবৈধ গরুর হাট স্থাপনের নেপথ্যে কারা? সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের অনুমতি না নিয়েই নগরীর চৌকিদেখী এলাকায় অবৈধ গরুর হাট স্থাপনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সড়কের চলমান উন্নয়ন কাজের কারণে এমনিতেই রাস্তায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। সারাক্ষণ যানজট লেগে রয়েছে। সিলেট বিমানবন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য ফ্লাইটের যাত্রীরা আসা-যাওয়া করেন। কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ থেকে শত শত পাথর বোঝাই ট্রাক এই সড়ক দিয়ে চলচলের কারণে যাতায়াত ব্যবস্থা এমনিতেই ঝুঁকিপূর্ণ। একটি আবাসিক এলাকার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও চলাচলের সুবিধার কথা উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে সিটি কর্পোরেশন, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে অবৈধ গরুর হাট স্থাপনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়েছে। নগরীর চৌকিদেখী এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা মতিন একাডেমির পাশের খালি জায়গায় এই গরুর হাট স্থাপনের ফলে একদিকে বিমানবন্দর ভিআইপি সড়কের নিরাপত্তা ব্যবস্থা যেমন বিঘিœত হচ্ছে অপর দিকে হাটকে কেন্দ্র করে গরুর অবাধ বিচরণের ফলে সড়কের যানজটের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে গরু নামানো ও রাস্তার পাশে গরু কেনা বেচার কারণে এই ভিআইপি সড়কে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। নগরীর নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার যত্রতত্র গরুর হাট বসানোর ক্ষেত্রে কঠোর মনোভাব পোষণ করা হচ্ছে। একই কারণে গত বছরের চেয়ে এবার সদর উপজেলায় গরুর হাটের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। জেলার প্রশাসনের অনুমতি ছাড়া নগরীর চৌকিদেখী এলাকায় গরুর হাট স্থাপন নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, নগরীতে গরুর হাট স্থাপনের অনুমতি দেয়ার কোন এখতিয়ার তার নেই। অথচ চৌকিদেখীতে গরুর হাট স্থাপনকারীরা এটাকে সিটির অনুমোদিত গরুর হাট হিসেবে উল্লেখ করে রাস্তায় তোরণ নির্মাণ ও গেট স্থাপন করে প্রচার চালাচ্ছে।
×