ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ দিনের ছুটির কবলে শেয়ারবাজার

প্রকাশিত: ১১:৫২, ৯ আগস্ট ২০১৯

৯ দিনের ছুটির কবলে শেয়ারবাজার

ঈদ-উল-আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা নয়দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। ১৮ আগস্ট রবিবার থেকে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরের তিনদিন ১১ থেকে ১৩ আগস্ট ঈদ-উল-আজহার ছুটি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। আর ১৬ ও ১৭ আগস্ট শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝে ১৪ আগস্ট কোন সরকারী ছুটি নেই। তবে দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ ১৪ আগস্ট পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টানা নয়দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। -অর্থনৈতিক রিপোর্টার সব শেয়ার বিক্রি করবে ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, কোম্পানিটির মনোনীত পরিচালক সৈয়দ এস. কায়সার কবিরের মোট শেয়ার আছে ১ লাখ ৫৮ হাজার ১২৫টি। তিনি সকল শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন এই কর্পোরেট উদ্যোক্তা। -অর্থনৈতিক রিপোর্টার
×