ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫১, ৯ আগস্ট ২০১৯

তিন কোম্পানির অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি তাদের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানিগুলো হলো পিপলস ইক্যুইটিস লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ এ্যান্ড সার্ভিসেস লিমিটেড ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। পিপলস ইক্যুইটিস লিমিটেডের অনুমোদিত একজন প্রতিনিধি ছিলেন মোঃ পারভেজ কবির। তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোন কারণ জানায়নি তথ্যসূত্র। মাল্টি সিকিউরিটিজ এ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অনুমোদিত দুই প্রতিনিধিকে প্রত্যাহার করেছে। একজন প্রসূন রায় চৌধুরী এবং অন্যজন মোঃ ফজলুল কবির। তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোনো কারণ জানায়নি তথ্যসূত্র। এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের অনুমোদিত একজন প্রতিনিধি ছিলেন মোঃ আসলাম হোসাইন। তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোন কারণ জানায়নি তথ্য সূত্র। আরও ১৫ দিন বন্ধ থাকবে আলহাজ টেক্সটাইলের উৎপাদন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলসের উৎপাদন আরও ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। উৎপাদিত সুতা বিক্রির কোন উন্নতি না হওয়ায় গেল ৪৫ দিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এ কারখানা বন্ধ রয়েছে। কোম্পানির দেয়া তথ্যানুযায়ী আজ শুক্রবার থেকে এর উৎপাদন চালু হওয়ার কথা ছিল। কিন্তু উৎপাদিত মজুদ সুতা বিক্রির কোন উন্নতি না হওয়ায় আরও ১৫ দিন অর্থাৎ শুক্রবার থেকে ২৩ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলহাজ টেক্সটাইল।
×