ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শপথ নিলেন সালমা চৌধুরী

প্রকাশিত: ১১:২৫, ৯ আগস্ট ২০১৯

শপথ নিলেন সালমা চৌধুরী

সংসদ রিপোর্টার ॥ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের মনোনীত সালমা চৌধুরী। একাদশ জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসন-৩৪ থেকে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সালমা চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে সালমা চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। সালমা চৌধুরী এ নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় গত রবিবার রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
×