ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণের বারসহ দুই জাপানী গ্রেফতার

প্রকাশিত: ১১:২৪, ৯ আগস্ট ২০১৯

স্বর্ণের বারসহ দুই জাপানী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি ওজনের ৩০ সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় দুই জাপানী নাগরিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে তাকিও মিমুরা এবং সুইচি সাতো। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা দল জানতে পারে মালয়েশিয়া থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে (একে৭১) আসা জাপানী যাত্রীর মাধ্যমে সোনা চোরাচালান হবে। এর প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাস্টমস গোয়েন্দা দল ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজর রাখে। একপর্যায়ে দুই জাপানী যাত্রীকে শনাক্ত করা হয়। তারা গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাদের কাছে সোনা আছে কি না জানতে চাওয়া হয়। প্রথমে তারা অস্বীকার করে। এ সময় তাদের লাগেজ স্ক্যান করা হয়।
×