ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনলাইনে ট্রেনের নকল টিকেট, দুই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১১:২২, ৯ আগস্ট ২০১৯

অনলাইনে ট্রেনের নকল টিকেট, দুই প্রতারক গ্রেফতার

সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের নকল টিকেট বিক্রির বিষয়ে কিছু সংবাদ প্রচারিত হয়েছে। ইতোমধ্যে অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে ট্রেনের নকল টিকেট বিক্রির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রেলওয়ে পুলিশ (জিআরপি)। প্রতারক চক্রটি ‘চলো যাই ডটকম’ নামক একটি ওয়েবসাইট ও ফেসবুকে পেজ খুলে ট্রেনের টিকেট বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছিল। অনলাইন টিকেট ফটোসপ সফ্্টওয়্যারের মাধ্যমে অবিকল নকল করে কতিপয় যাত্রীর নিকট বিক্রি করায় উক্ত যাত্রীগণ স্টেশন গেটে আটক হন। বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে ট্রেনে ভ্রমণেচ্ছুক যাত্রীদের সতর্কতার জন্য রেলওয়ে স্টেশনের নির্ধারিত টিকেট কাউন্টার বা রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ব্যতীত অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান হতে টিকেট সংগ্রহ না করার জন্য অনুরোধ করা হলো। -বিজ্ঞপ্তি
×