ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুটো ব্যর্থতায় আক্ষেপ আছে আমার ॥ বিদায় বেলায় ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১১:১২, ৯ আগস্ট ২০১৯

দুটো ব্যর্থতায় আক্ষেপ আছে আমার ॥ বিদায় বেলায় ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৩ আগস্ট অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ৩২ বছরের চাকরির শেষ দিনে নিজের সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরলেন সবার সামনে। প্রায় চার বছর সাত মাস কর্মমুখর জীবনে দুটি ব্যর্থতার কথা জানিয়ে বললেন, আর পাঁচদিন পর আনুষ্ঠানিক অবসরে যাচ্ছি। ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার শেষবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ১৬৮০ দিনের কমিশনার থাকাকালে ব্যর্থতার আক্ষেপ রয়েছে আমার। একটি হচ্ছে, জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করছে, অনেকাংশে তা পূরণে ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে অনেক উন্নতি করলেও আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আরেকটি হচ্ছে, মহানগরীর যানজট। যানজটমুক্ত গতিশীল যে ঢাকা প্রত্যাশা করেছিলাম, সেটা করতে পারিনি। তবে এ দায় শুধু ডিএমপির নয়। ঢাকায় ট্রাফিক সিগন্যাল দেখভাল করে একটি সংস্থা। পানি জমলে দেখে আরেক সংস্থা। সড়ক দেখে আরেক সংস্থা। এই সমন্বয়হীনতার জেরেই আমাদের আইন না মানার সংস্কৃতি গড়ে উঠছে। শত চেষ্টা সত্ত্বেও আমরা এ বিষয়ে সফল হতে পারিনি। ডিএমপি কমিশনার তার সাফল্য সম্পর্কে জানান, সফলতা যদি কিছু থাকে সেটি আমি বলব, ডিএমপি ৩৪ হাজার পুলিশ সদস্যের আমার যে টিম আইনশৃঙ্খলা রক্ষা করে জনগণের নিরাপত্তা বিধানের জন্য একযোগে কাজ করছে এটাই আমার বড় সাফল্য। জঙ্গী দমনে আমাদের সাফল্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, হচ্ছে। এটি বিশ্বে রোল মডেল হিসেবে আমরা একটি অনন্য কাজ করেছি। ভাড়াটিয়াদের ডেটাবেজ তৈরি করেছি। এ মুহূর্তে প্রায় ৭২ লাখ নাগরিকের ডেটাবেজ আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) আছে।
×