ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষদিনেও কর্মমুখর ছিল অফিসপাড়া

প্রকাশিত: ১০:৫৯, ৯ আগস্ট ২০১৯

শেষদিনেও কর্মমুখর ছিল অফিসপাড়া

বিশেষ প্রতিনিধি ॥ ঈদের আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। অন্যান্যবার ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয় ফাঁকা থাকলেও এবার ছিল অনেকটাই স্বাভাবিক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি প্রায় অন্যদিনের মতোই ছিল। ব্যাংকপাড়া, আদালতসহ সরকারী অফিসের চিত্র ছিল প্রায় একই। সোমবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে। এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিনদিনসহ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকাী কর্মকর্তা-কর্মচারীরা। একদিন অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিনদিনের ছুটি। ঈদের আগে শেষ কর্মদিবসে সাধারণত অনেককে হাজিরা দিয়েই বাড়ি ফিরতে রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে ছুটতে দেখা গেলেও এবার ছুটি বেশি থাকায় বৃহস্পতিবার সেই চিত্র খুব একটা চোখে পড়ছে না। তবে দুপুরের দিকে দু-একজনকে ব্যাগ নিয়ে সচিবালয় ত্যাগ করতে দেখা গেছে।
×