ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন সচিবের দায়িত্বে গোলাম সারোয়ার

প্রকাশিত: ১০:৫৮, ৯ আগস্ট ২০১৯

আইন সচিবের দায়িত্বে গোলাম সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ গোলাম সারোয়ার। আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গোলাম সারোয়ারকে সচিবের দায়িত্ব দেয়া হয়। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত তিনিই সিনিয়র বিচার বিভাগীয় কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির অনুমদোনক্রমে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-সচিব (প্রশাসন -২) মোঃ রবিউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হলো। আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মোঃ গোলাম সারোয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশনরী সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান তিনি। তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন।
×