ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যানবাহন ও যাত্রী পারাপারের চাপ

প্রকাশিত: ১০:৫৬, ৯ আগস্ট ২০১৯

যানবাহন ও যাত্রী পারাপারের চাপ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়ায় ফেরি চলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। বৈরী আবহাওয়া এবং নদীতে অস্বাভাবিক ঢেউ থাকায় ফেরি চলাচল ব্যাহত হয়। স্র্রোত এবং বড় বড় ঢেউয়ের আঘাতে ফেরিঘাটের পন্টুনের সংযোগ সড়ক বিনষ্ট হয়। সব মেরামতের পর এবং নদীর অবস্থা কিছুটা শান্ত হওয়ার পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে ১৬ ফেরি চলাচল শুরু হয়। বহরের সবক’টি ফেরি চলাচলের কারণে যানবাহন পারাপার হচ্ছে সমানে। তবে সময় বেশি লাগছে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ এই ঘাটে বেড়ে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন কমছে না। যাত্রীবাহী বাসসহ ৫ শতাধিক যান এখন শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীরা দুর্ভোগে রয়েছে। প্রস্তুত পাটুরিয়া ঘাট ॥ নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ থেকে জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের পারাপারের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘেœ পারাপারের জন্য প্রস্তুত পাটুরিয়া ঘাট। এ নৌ- রুটে মোট ২১টি ফেরি পারাপারে নিয়োজিত থাকবে। পাশাপাশি যাত্রী পারাপারে থাকবে ৩৩টি লঞ্চ। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকাবে পণ্যবাহী ট্রাক পারাপার। সংশ্লিষ্ট সকলকে নিয়ে ২টি সমন্বয় সভা করেছে প্রশাসন। প্রাকৃতিক বির্পযয় না ঘটলে ভোগান্তি ছাড়াই এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে সম্ভব হবে। কাঁঠালবাড়িতে গরু বোঝাই ট্রাক ও ঘরমুখো যাত্রী চাপ ॥ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল এবং ১০ ঘণ্টা পর সকাল ১০টা থেকে লঞ্চ, স্পীডবোটসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আকাশ মেঘলা ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় নদী উত্তাল রয়েছে। দফায় দফায় বৃষ্টিতে যাত্রী বাড়তি ভোগান্তি চরম আকার ধারণ করে।
×