ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে নেতা কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

এখন একটাই কাজ এডিস মশা নির্মূল করা

প্রকাশিত: ১০:৫২, ৯ আগস্ট ২০১৯

এখন একটাই কাজ এডিস মশা নির্মূল করা

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে দেশে ফিরেই ডেঙ্গু প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন, এখন সবার একটাই কাজ প্রাণঘাতী ডেঙ্গু নির্মূল করা। বাসাবাড়ি, অফিস-আদালত, দোকানপাট সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার ধ্বংসে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করতে হবে, বাংলাদেশকে জাগাতে হবে। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে গণভবনে উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। গণভবনে উপস্থিত একাধিক নেতার সঙ্গে আলাপ করে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসভবন গণভবনে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার কী কাজ? একই সঙ্গে বন্যার্ত মানুষের সহায়তায় কাজ করারও নির্দেশনা দেন তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী এবং বন্যার্তদের পাশে ২৪ ঘণ্টা থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এদিকে শরীরে জ্বরসহ সন্দেহজনক উপসর্গ থাকলে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে ঢাকা ছাড়তে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সালমান এফ রহমান, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিববৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলামসহ দলের সিনিয়র ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
×