ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়া চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:৫৯, ৮ আগস্ট ২০১৯

 এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন রানারআপ হন। সাত পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় হন। কাজী জারিন তাসনিম সেরা মহিলা দাবাড়ুর পুরস্কার পান। অন্যান্য বিশেষ পুরস্কার পান যথাক্রমে আবু তাহের, জান্নাতুল ফেরদৌস, মাহবুবুর রহমান, মোঃ মইনুদ্দিন, কাজী তাহেরুল ইসলাম ও মোহাম্মদ দ্বীন। জাতীয় ক্রীড়া পরিষদে অবস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম ও শেষ রাউন্ডের খেলায় জিয়া ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণকে, মিনহাজ তাহসিনকে, শরীয়ত ক্যান্ডিডেট মাস্টার শরীফকে, পরাগ মোমিনকে, আবজিদ জারিনকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল জাবেদকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত তাহেরকে, ফিদেমাস্টার মাহফুজ যোয়ারকে, মাসুম দ্বীনকে, সাচ্চু রিপনকে ও মিহির মঞ্জুরকে হারান। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এ্যান্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম শহিদউল্য। বিশেষ অতিথি ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক। বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ৫০ হাজার টাকার ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয়। ৫ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ৮৬ দাবাড়ু অংশ নেন।
×