ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সারতাজ আলীম

‘লায়ন কিং’ দর্শকদের হতাশ করছে!

প্রকাশিত: ১৩:০০, ৮ আগস্ট ২০১৯

‘লায়ন কিং’ দর্শকদের হতাশ করছে!

২৫ বছর পর সিনেমা হলের গলিতে ফিরে এসেছে ‘দ্য লায়ন কিং’। এই সিনেমাকে ঘিরে এত উন্মাদনা কি জন্য? ১৯৯৪ সালের ১৫ জুন প্রথম মুক্তি পায় সিনেমাটি। মিউজিক্যাল-এ্যানিমেশন ছবির বাজেট ছিল ৪৫ মিলিয়ন ডলার। আর সিনেমাটি বাজার থেকে তুলে নেয় ৯৬৮ মিলিয়ন ডলার। আইএমডিবির সর্বকালের সর্বসেরা সিনেমার তালিকাতে ৪০তম স্থান অধিকার করা সিনেমাটি হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি। ২০১৬ সালে সিনেমাটি যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধন ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ ছবিটিকে অন্তর্ভুক্ত হয়। ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক ও শৈল্পিক দিক অনেক থেকে তাৎপর্যপূর্ণ।’ ‘দ্য লায়ন কিং’ ছবি নিয়ে তখন এভাবেই মন্তব্য করা হয়, ছবিটির ঝুলিতে আছে দুটি অস্কার। রোগার আল্লের্স এবং রব মিঙ্কফ পরিচালিত সেই সিনেমাতে জাদুকরি মিউজিকে দর্শককে মোহিত করেছিলেন আরেক কালজয়ী হান্স জিমার। সম্প্রতি নতুন করে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে দর্শক মহলে ছিল পট্রচুর আলোড়ন। এবারের পরিচালক জন ফ্যাভরোর নির্মাণশৈলী নিয়ে কারোরই সংশয় না থাকলেও সমালোচকরা বেশ বড়সড় খুঁত ধরেছেন। লায়ন কিং এর জনপ্রিয়তায় ভাটা না ফেললেও প্রায় সবাই পুরনো লায়ন কিং স্বাদ না পাবার কথা বলেছেন। সিনেমার ট্রেইলার, টিজার ব্যাপক সাড়া ফেললেও শেষ পর্যন্ত ছবিটি তার প্রত্যাশা সম্পূর্ণভাবে পূরণ করতে পারছে না। কিছু দর্শক সমালোচকের মতে পুরনো লায়ন কিংয়ের ফ্যান না হলে নতুন সিনেমাকে গ্রহণ করা বেশ কঠিন হতো। এভি ক্লাবের রিভিউয়ে সিনেমাটিকে প্রাণহীন এবং শৈল্পিক তাৎপর্যহীন বলে উল্লেখ করা হয়েছে। তাদের মতে প্রাণীগুলোর বাস্তব এবং জীবন্তের কাছাকাছি করতে গিয়ে অতিরিক্ত সিজিআইএর ব্যবহার সিনেমাটির প্রাণবন্ত কমিয়ে দিয়েছে। ভিজুয়াল নিয়ে প্রশংসা করলেও কণ্ঠস্বর নিয়ে সমালোচনা করেছে ভক্স। তাদের মতামত অনুযায়ী মানুষ সিংহকে এভাবে কল্পনাই করে না। ভ্যারাইটি ক্রিটিকও একই ধরনের সমালোচনা করেছে। তবে এসব ছাপিয়ে একদল সিনেমাবোদ্ধা মনে করছেন যে কোন রিমেকের পক্ষেই কিংবদন্তি পর্যায়ে থাকা পুরনো লায়ন কিংয়ের কাছাকাছি যাওয়া বেশ কষ্টকর। আর তাতেই দর্শকের মন ভরাতে পারছে না এই ছবি।
×