ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

স্বাধীনতা দিবসে বলিউডের দুই সিনেমা

প্রকাশিত: ১৩:০০, ৮ আগস্ট ২০১৯

স্বাধীনতা দিবসে বলিউডের দুই সিনেমা

বিশেষ দিবস, ধর্মীয় উৎসবগুলোতে বলিউডের বড় আয়োজনের বিগ বাজেটের তারকাবহুল আলোচিত সিনেমা মুক্তি পেয়ে আসছে। এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। বলিউডের সুপারহিট মেগাহিট ছবির ইতিহাস ঘাঁটলে এটা দেখা যায় যে বেশিরভাগ ব্যবসা সফল সিনেমা বিশেষ দিবস যেমন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ঈদ, দিওয়ালি, উৎসবে মুক্তি পেয়েছে। এবারে ভারতের স্বাধীনতা দিবস এবং ঈদ-উল-আযহা উৎসব প্রায় একই সময়ে হওয়ায় ১৫ আগস্টে মুুক্তি পাচ্ছে দুটি সিনেমা। এর মধ্যে একটি ‘বাটলা হাউজ’ আরেকটি ‘মিশন মঙ্গল’। লক্ষণীয় বিষয় হলো, দুটি সিনেমাই বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। বহুল আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ায় দর্শকদের কৌতূহলী করে তুলেছে মুক্তি প্রতীক্ষিত ছবি দুটি। ২০০৮ সালে সংঘটিত অপারেশন বাটলা হাউজের চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এ্যাকশন থ্রিলার ‘বাটলা হাউজ’। সিনেমাটির পরিচালক নিখিল আদভানি। এখানে একজন চৌকস পুলিশ অফিসার সঞ্জীব কুমার যাদবের বীরত্বপূর্ণ অভিযানের বিবরণ তুলে ধরা হয়েছে। ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর দিল্লী শহরের বাটলা হাউজে অবস্থানকারী ভারতীয় মুজাহিদীন ইসলামী জঙ্গী গোষ্ঠীর সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হলে হতাহতের ঘটনা ঘটে। চাঞ্চল্য এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও দারুণ ঝড় বয়ে গিয়েছিল। বাটলা হাউজ অভিযানের সেই আলোচিত ঘটনা প্রবাহ সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক নিখিল আদভানি। ‘বাটলা হাউজ’ ছবিতে এজজন চৌকস পুলিশ অফিসার সঞ্জীব কুমার যাদব চরিত্রে রূপদান করেছেন জন আব্রাহাম। আজকাল খুব সিনেমায় তাকে দেখা গেলেও যে সব সিনেমায় অভিনয় করছেন সেগুলো দর্শকদের আলোড়িত করছে। এ প্রসঙ্গে ‘রকি হ্যান্ডসাম’, ‘ঢিসুম’, ‘ফোর্স টু’, ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান, ‘সত্যমেব জয়তে’, ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিগুলোর কথা বলা যায় মডেলিং থেকে অভিনয়ে আসা জন আব্রাহাম শুরু থেকে অভিনয়ে এক ধরনের স্বাতন্ত্র্য ভাব বজায় রেখেছেন। প্রচলিত ধারার বাইরে ভিন্ন ধারার এ্যাকশন রোমান্টিক সিনেমায় ম্যাচো হিরোর ইমেজ উপস্থিত হয়ে তরুণ বয়সী দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন জন আব্রাহাম। এবারে ‘বাটলা হাউজ’-এ নতুন গেটআপ এবং ভিন্ন লুক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন। ছোট পর্দা থেকে আসা সুন্দরী মেধাবী অভিনেত্রী মৃণাল ঠাকুর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খল অভিনেতা রবি কিষানকে। সব মিলিয়ে জমজমাট শ্বাসরুদ্ধকর ঘটনা। চিত্রায়ন ‘বাটলা হাউজ, এবারের ঈদ উৎসব এবং ভারতের স্বাধীনতা দিবসে দর্শকদের জন্য চমৎকার উপভোগ্য আয়োজন হিসেবে বিবেচিত হবে বৈকী। এ ছবির একই আইটেম সঙ ‘সাকিওসাকি’-এর মধ্যে দর্শক-শ্রোতাদের মনে বিপুলভাবে ঝড় তুলেছে। বলিউডে আইটেম গার্ল হিসেবে শিহরণ তোলা নোরা ফতেহির দুর্দান্ত ড্যান্স পারফরমেন্স ‘বাটলা হাউজ’ ছবির বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হবে সন্দেহ নেই। এ বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে বলিউডের প্রথম স্পেস মুভি ‘মিশন মঙ্গল’। বলিউডে মানুষের মহাকাশ অভিযান নিয়ে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। এখনও এমন সিনেমা নির্মিত হচ্ছে। বলিউডে মানুষের মহাকাশ অভিযান নিয়ে এর আগে কোন সিনেমা নির্মিত না হলেও এবার মঙ্গলগ্রহে অভিযানকে কেন্দ্র করে তেমন একটি সায়েন্স ফিকশন সিনেমা ‘মিশন মঙ্গল’ নির্মাণ করেছেন দক্ষিণী চিত্রনির্মাতা জ্ঞান শক্তি মহাশূন্য অভিযানের ৫০ বছর পূর্তির প্রাক্কালে বলিউডের প্রথম মহাকাশ চলচ্চিত্র হিসেবে ‘মিশন মঙ্গল’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভারতীয় মহাকাশ কেন্দ্রে গবেষণারত মহাকাশ বিজ্ঞানীদের মেধাবী ও উদ্ভাবনী কর্মযজ্ঞ ‘তুলে ধরা হয়েছে আলোচ্য ছবিটিতে। বলিউডে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ প্রচেষ্টা প্রথম পরিচালক জ্ঞান শক্তি এর আগে বিখ্যাত দক্ষিণী চিত্রনির্মাতা আব বালকির সহকারী হিসেবে কাজ করেছেন। অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবিটি নির্মাণকালে ‘মিশন মঙ্গল’ ছবির গল্প নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছিলেন। যদিও শুরুতে শ্রীদেবী ও মোহনলালকে নিয়ে ছবিটি করার চিন্তা-ভাবনা ছিল তার। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর পরিকল্পনা বদলে ফেলতে হয়েছিল তাকে। শ্রীদেবীর জায়গায় একজন ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানী তারা সিন্ধের ভূমিকায় বিদ্যাবালানকে কাস্ট করা হয়। মোহনলালের জায়গায় চলে আসে খিলাড়ি হিরো হিসেবে খ্যাত অক্ষয় কুমার। এ ছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমান যোশি, কৃতি কুলহারি, সোনাক্ষি সিনহা, দিলীপ তাহিল, তাপসি পান্না নিথ্যা মেনন, সঞ্জয় কাপুর প্রমুখ। বিগ বাজেটে নির্মিত সায়েন্স ফিকশন বলিউডি সিনেমা ‘মিশন মঙ্গল’ প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন এ ছবির প্রধান তারকা অক্ষয় কুমার নিজেও। আজকাল বিচিত্র ধরনের বিষয়বস্তু নিয়ে নির্মিত ছবিতে নিজেকে জটিল সব চরিত্রে তুলে ধরতে সচেষ্ট অক্ষয় কুমারের নতুন আরেকটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে ‘মিশন মঙ্গল’ ছবিটি। তিনি অনেকটা আন্তরিক হয়ে কাজ করেছেন বলিউডের প্রথম স্পেস সিনেমা হিসেবে বিবেচিত ‘মিশন মঙ্গল’-এ এ ছবির গল্পেও শ্বাসরুদ্ধকর নাটকীয়তা রয়েছে; রয়েছে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং নারীর ক্ষমতায়ন ও প্রতিভার যথাযথ মূল্যায়ন বিষয়ে উদ্দীপনামূলক অনুভূতির প্রকাশ বিদ্যাবালানকে সর্বশেষ ‘তুমহারি সুলু’ ছবিতে বেশ কয়েক বছর আগে দেখা গিয়েছিল। আজকাল খুব কম অভিনয় করছেন মেধাবী এই অভিনেত্রী। একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিবেচিত হওয়া পদ্মাশ্রী খেতাবজয়ী বিদ্যাবালান অনেকবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। বলিউডে সিনেমায় ভাতীয় নারীর স্বরূপ তুলে ধরার ক্ষেত্রে বিদ্যাবালানের অনন্য অবদানকে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে স্মরণ করা হয়। এবার একজন ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর চরিত্রকে রুপালি পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তিনি অসাধারণ কৃতিত্বের প্রকাশ ঘটিয়েছেন ‘মিশন মঙ্গল’ ছবিতে। এ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন বিদ্যাবালান ইতেমধ্যে কানাঘুষা শুরু হয়েছে।
×