ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারকে ফিরে পেতে চান পিকেও

প্রকাশিত: ১২:৫৫, ৮ আগস্ট ২০১৯

নেইমারকে ফিরে পেতে চান পিকেও

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে নিয়ে এখন প্রতিদিনই গুঞ্জন। এখন পর্যন্ত কোন খবরের সত্যতা মেলেনি। তবে ব্রাজিলিয়ান তারকা যে কোন মূল্যে যে বার্সিলোনায় ফিরতে চান এতে কোন সন্দেহ নেই। এ জন্য লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের পাশে ফিরতে হলে তাকে স্পষ্ট করে কথা বলতে হবে বলে জানিয়েছেন বার্সার সেন্ট্রাল ডিফেন্ডার জেরার্ড পিকে। নেইমার বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন বর্তমান ক্লাব পিএসজি আর ভাল লাগছে না। সেখানে থাকতে চান না। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরাসরি কিছুই বলেননি সেলেসাও তারকা। বিষয়টি মোটেও ভাল লাগেনি স্পেনের তারকা ফুটবলার পিকের। সুদর্শন এই তারকা জানিয়েছেন, এ বিষয়ে নেইমারের খোলাখুলি কথা বলা উচিত। অবশ্য পিকে বলেছেন, নেইমার আবার ক্লাবে ফিরলে তিনি খুশি হবেন ও স্বাগত জানাবেন। তবে কাজটা যে মোটেও সহজ হবে না এটাও বুঝতে পারছেন স্প্যানিশ তারকা। তার মতে বর্তমান ক্লাব পিএসজিকে খুশি করা অনেক কঠিন হবে। সাক্ষাতকারে পিকে বলেন, আমার দৃষ্টিতে নেইমার অসাধারণ খেলোয়াড়। ড্রেসিংরুম, বার্সিলোনা শহর ও ক্লাবের অন্যরাও সেটা জানে। তবে যেভাবে সে ক্লাব ছেড়ে গিয়েছিলেন, তখন অনেকেই অখুশি হয়েছিলেন। নেইমারের পারফর্মেন্সে খুশি ছিলেন বলেই তারা অখুশি হয়েছিলেন। তার ফেরাটা এখন জটিল হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, নেইমার এখন পিএসজির খেলোয়াড়। তাকে নিয়েই প্রতিটি ট্রফি জিততে চায় তার দল। যদি তার বার্সায় ফেরার সুযোগ আসে তাহলে আমার সঙ্গে তো তার সম্পর্কের কথাটা আপনারা জানেন। আমি খুব খুশি হব। তবে আবারও বলছি, তিনি পিএসজির খেলোয়াড়। আর আমার ব্যক্তিগত এই মতামতে কোন কিছু পরিবর্তন হবে না। এরপরই পিকে বলেছেন আসল কথা। প্রত্যাবর্তন করতে হলে নেইমারকেই উদ্যোগী হতে হবে। এ বিষয়ে পিকে বলেন, নেইমারের কথা বলতে হবে। আমাদেরও অবশ্য কথা বলতে হবে। তবে এক্ষেত্রে ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ করা ঠিক নয়। সে যদি কথা বলতে চায় বা মতামত জানাতে চায় তাহলে তাকে প্রকাশ্যে আসতে হবে এবং সেটা বলতে হবে। তিনি পিএসজির হয়ে মাঠে আসা-যাওয়ার মধ্যে আছেন। সামনে কি ঘটে তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তবে নেইমার যদি আবার ফিরে আসে তাহলে সেটা দারুণ হবে। এর আগে বার্সার অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসিও একাধিকবার নেইমারকে ন্যুক্যাম্পে ফিরে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। এদিকে অব্যাহত গুঞ্জনের মধ্যে এবার স্পেনের ক্রীড়া সাংবাদিক আলবার্ট রগ দাবি করেছেন, অদলবদলের মধ্য দিয়ে নেইমারকে পিএসজি থেকে দলে ভেড়াচ্ছে বার্সা। তার মতে নেইমারের জন্য ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচকে ছাড়তে রাজি কাতালানরা। অবশ্য নেইমারের যে মূল্য তাতে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে টানতে রাকিটিচের সঙ্গে বাড়তি অর্থও যোগ করতে হবে বার্সাকে। রগ এক রিপোর্টে বলেছেন, বার্সিলোনা আপাতত নেইমারকে ধারে দলে নিতে চায়। এরপর ২০২০-২১ মৌসুমে চুক্তি হবে স্থায়ীভাবে। ২০১৭ সালে বার্সিলোনা থেকে নেইমারকে দলে ভেড়াতে বিশ্বরেকর্ড গড়ে পিএসজি খরচ করে ২২২ মিলিয়ন ইউরো। এরপর বছরখানেকের মধ্যেই প্যারিস আর ভাল লাগছে না নেইমারের। তারপর থেকেই অব্যাহতভাবে চলছে ফের বার্সায় ফেরার গুঞ্জন। এর মাঝে বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছে। তবে বর্তমানে যে অবস্থা তাতে পিএসজি ছাড়লে নেইমারের বার্সাতেই ফেরার সম্ভাবনা প্রায় শতভাগ।
×