ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০তে উইন্ডিজকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করল ভারত, গায়ানায় প্রথম ওয়ানডে আজ

চাহার চমক ছাপিয়ে আলোচনায় পন্থ

প্রকাশিত: ১২:৫৪, ৮ আগস্ট ২০১৯

চাহার চমক ছাপিয়ে আলোচনায় পন্থ

স্পোর্টস রিপোর্টার ॥ উইন্ডিজ সফরে তিন ম্যাচের টি২০তে স্বাগতিকদের ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করেছে ভারত। মার্কিন মুলুকের ফ্লোরিডায় প্রথম দুই ম্যাচে ৪ উইকেট ও ২২ রানের জয় পাওয়া বিরাট কোহলির দল পরশু গায়ানায় শেষ ম্যাচে ৭ উইকেটের জয়ের পথে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়দের। কাইরন পোলার্ডের হাফ সেঞ্চুরির (৫৮) ওপর ভর করে ৬ উইকেটে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে কোহলি (৪৫ বলে ৫৯) ও ঋষভ পন্থের (৪২ বলে ৬৫*) ম্যারাথন দুটি ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৩-১-৪-৩ অবিশ্বাস্য বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি২০ খেলতে নামা পেসার দীপক চাহার। আর ৪২ বলে ৪ চার ও সমান ছক্কায় পন্থ যেভাবে ম্যাচ শেষ করে ড্রেসিং রুমে ফিরেছেন সেটিও ছিল দেখার মতো। উইন্ডিজ সফরে ভারত এরপর তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। গায়নায় প্রথম ওয়ানডে আজই, পোর্ট অ স্পেনে পরের দুটি ম্যাচ যথাক্রমে রবি ও বুধবার। টি২০তে দাপুটে নৈপুণ্যে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার পর ক্রেজি পন্থকে নিয়ে আলাদা করে কথা বলেছেন কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘প্রথম দুটি ম্যাচে রান না পাওয়ায় পন্থ কিছুটা হতাশ হয়ে পড়েছিল। কিন্তু গায়ানায় ও নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছে। যখন প্রয়োজন ছিল ঠিক তখনই শট খেলেছে। উইকেটে সেট হয়ে যাওয়া একজন ব্যাটসম্যানকে যে ম্যাচ শেষ করে আসতে হয়, ও সেটিই করে দেখিয়েছে। সিরিজে নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, ক্রনাল পা-িয়া ও পন্থের মতো নবাগতরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। এটা আমাদের জন্য সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আশা করছি গোটা সফরে এ ধারা অব্যাহত থাকবে।’ প্রথমত টি২০তে অভিষেকেই বল হাতে আগুন ছড়িয়ে নায়ক বনে গিয়েছিলেন সাইনি। ওই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪-১-১৭-৩। টি২০ ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে ইনিংসের শেষ ওভারে মেডেন তুলে নিয়েছিলেন হরিয়ানা থেকে উঠে আসা তুখোড় এ পেসার। যিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম। বৃষ্টিবিঘিœত দ্বিতীয় টি২০তে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানের জয় পায় ভারত। চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে সেদিনের নায়ক ক্রুনাল পা-িয়া (১৩ বলে ২০* ও ২/২৩)। আর প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশের’ দিনে সফরকারীদের হয়ে রঙ ছড়িয়েছেন দুই তরুণ দীপক চাহার ও ঋষভ পন্থ। ৪২ বলে অপরাজিত ৬৫ রানের পথে গ্রেট মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড ভেঙ্গে দিয়েছেন ২১ বছর বয়সী পন্থ। ২০১৭ সালে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ রান করেছিলেন সাবেক অধিনায়ক ধোনি, ভারতের হয়ে টি২০তে যেটি ছিল আন্তর্জাতিক টি২০তে কোন উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তাকে পেছনে ফেলে এদিন ৬৫ রান করেন তরুণ পন্থ। ২৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল সফরকারীরা। কোহলিকে নিয়ে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন পন্থ। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দুঃস্বপ্নের পর এই সিরিজের প্রথম দুই ম্যাচে যিনি আউট হন মাত্র ০ ও ৪ রানে। ভারতের পরবর্তী প্রজন্মের তারকা ধরা হয় যাদের পন্থ তাদের অন্যতম। তাই তো ধোনি এবং দীনেশ কার্তিক স্কোয়াডে থাকা সত্ত্বেও কেদার যাদবের ইনজুরিতে শেষ মুহূর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চমৎকার খেলতে খেলতেই বাজে শর্টে আউট হন ৩২ রান করে। এই সিরিজেও প্রথম দুই ম্যাচে একই দৃশ্যের পুনরাবৃত্তি। তার এভাবে উইকেট ছুড়ে দেয়ার ধরন দেখে সংবাদমাধ্যমে নিয়ম করে কোহলির দিকে ভেসে আসত বিব্রতকর সব প্রশ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন পন্থ ওভাবে আউট হওয়ার পর দেখা যায় গজগজ করতে করতে কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কী যেন আলাপ করছেন অধিনায়ক! গায়ানায় পন্থের আত্মবিশ্বাস ফেরানো ইনিংসে কিন্তু কোহলির অবদান কম নয়। ক্রিজে সঙ্গী হিসেবে একটু পরপরই তার সঙ্গে কথা বলেছেন। দারুণ এই সাফল্যে বিশ্বকাপের হতাশা কিছুটা হলেও কাটিয়ে উঠল কোহলি এ্যান্ড কোং।
×