ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বুটজোড়া তুলে রাখলেন কিংবদন্তি দিয়াগো ফোরলান

প্রকাশিত: ১২:৫৩, ৮ আগস্ট ২০১৯

বুটজোড়া তুলে রাখলেন কিংবদন্তি দিয়াগো ফোরলান

স্পোর্টস রিপোর্টার ॥ কি ক্লাব, কি জাতীয় দল সবখানেই আলো ছড়িয়েছেন তারকা ফরোয়ার্ড দিয়াগো ফোরলান। তবে উরুগুয়ে জাতীয় দলের হয়ে ২০১০ বিশ্বকাপ তার কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সেই সঙ্গে ২০১১ কোপা আমেরিকা জয়ও তাকে সবসময় দোলা দিয়ে থাকে। নয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপে ফোরলানের দেশ উরুগুয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও সেমিফাইনালে খেলেছিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসরের চ্যাম্পিয়নদের এই সাফল্যের রূপকার ছিলেন ফোরলান। পুরো আসরে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পেয়েছিলেন সেরার ‘গোল্ডেন বল’। পাশাপাশি সর্বোচ্চ গোলে টমাস মুলার, ওয়েসলি ¯েœইডার ও ডেভিড ভিয়ার সঙ্গে ‘গোল্ডেন বুট’ও ভাগাভাগি করেছিলেন। এই স্বর্ণসাফল্য পাওয়ার চার বছর পর অর্থাৎ ২০১৪ সালে জাতীয় দল থেকে অবসর নেন ফোরলান। তবে চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুবটল। বিশ্বব্যাপী ১০টি ক্লাবের প্রতিনিধিত্ব করা ৪০ বছর বয়সী ফোরলান সর্বশেষ হংকংভিত্তিক ক্লাব কিটেচের হয়ে খেলেছেন। ২০১৮ সালের মে মাসে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন। তবে এতদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ের কথা জানাননি। অবশেষে বুধবার ফোরলান সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অবসর প্রসঙ্গে ফোরলান বলেন, এটা সহজ ব্যাপার ছিল না। আমি চাইনি এমন সময় আসুক। তবে আমি এটাও জানি এই সময় আসবে। পেশাদারী ফুটবল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৯৭ সালে আর্জেন্টাইন ক্লাব ইন্দেপেন্ডিয়েন্টের হয়ে ক্লাব ফুটবলে খেলা শুরু করেন ফোরলান। পরে ২০০২ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০০২-০৩ মৌসুমেই তিনি রেড ডেভিলসদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ জেতেন। ২০০৪ সালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মধ্য দিয়ে স্পেনে ক্যারিয়ার শুরু করেন। ভিয়ারিয়াল ও এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি ২৪০ লীগ ম্যাচে ১২৮ গোল করেন। ২০০৯-১০ মৌসুমে জেতেন উয়েফা ইউরোপা লীগ। ক্লাব ক্যারিয়ারে ফোরলানের সবচেয়ে বেশি সফলতা আসে এ্যাটলেটিকোর হয়ে ২০০৮-০৯ মৌসুমে। সেবার তিনি ৩৩ লীগ ম্যাচে ৩২টি গোল করে সবাইকে ছাড়িয়ে যান। বার্সিলোনার স্যামুয়েল ইতো ও ভ্যালেন্সিয়ার ডেভিড ভিয়াকে পেছনে ফেলে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। পরবর্তীতে ২০১১-১২ সালে ইতালিয়ান ক্লাব ইন্টারের হয়ে খেলার পর পর্যায়ক্রমে খেলেন ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওন্যাল, জাপানের সেরেজো ওসাকা, উরুগুয়ের পেনারোল, ভারতের মুম্বাই সিটি ও সর্বশেষ হংকংয়ের কিটেচের হয়ে। উরুগুয়ের ২০১০ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ও ২০১১ সালের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনবদ্য ভূমিকা রাখেন ফোরলান। দেশের জার্সিতে ১১২ ম্যাচে ৩৬ গোল করা ফোরলান জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসর নেন চার বছর আগে। জাতীয় দলকে বিদায় বলার সময় ফোরলান বলেছিলেন, এটা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। আমি আমার ক্যারিয়ারের ইতি টানছি। নতুন প্রজন্মকে সুযোগ দেয়ায় আমার আসল লক্ষ্য। ২০০২ সালে উরুগুয়ে জাতীয় দলে অভিষেক হয় ফোরলানের। দীর্ঘ একযুগেরও বেশি সময় দলের সবচেয়ে নির্ভরতার প্রতীক ছিলেন। জাতীয় দলের হয়ে অর্জনের ঝুলিটাও কম নয়। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে জাতীয় দলে দীর্ঘদিন খেলেছি। অসাধারণ সব খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। যা আমাকে ভাগ্যবান করেছে। উরুগুয়ের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। এ জন্য আমি ভীষণ খুশি।
×