ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ১১:৫৯, ৮ আগস্ট ২০১৯

বেনাপোল সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিজিবি বুধবার দুপুরে ৩২ স্বর্ণের বার উদ্ধার করেছে। তবে স্বর্ণ বহনকারীকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে। বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি দলকে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড়ে অবস্থান নিতে বলা হয়। ওই দলের সদস্যরা সন্দেহভাজন মোটরসাইকেল চালককে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সের মধ্যে ফিটিং অবস্থায় রাখা দুই কেজি ৮০০ গ্রাম ওজনের ৩২ স্বর্ণের বার পাওয়া যায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা আটক ॥ এদিকে আড়াই মাস পর নিশ্চিত হওয়া গেছে মিথ্যা ঘোষণায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা আড়াই হাজার কেজি পাউডার হলো ভায়াগ্রা। আটক ভায়াগ্রা চালানের মূল্য সাড়ে ১২ কোটি টাকা। অবৈধ এই চালান আমদানির ঘটনায় বেনাপোলের সাইনী শিপিং সার্ভিসেসের লাইসেন্স বাতিল করছে কাস্টমস কর্তৃপক্ষ।
×