ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তিবিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৭, ৮ আগস্ট ২০১৯

প্রযুক্তিবিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ওয়ালটন সম্পূর্ণ টেকনোলজি বেজড একটি প্রতিষ্ঠান। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন প্রযুক্তিবিশ্বকে নেতৃত্ব দেবে ওয়ালটন। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি ওয়ালটন কারখানায় তৈরি প্যাশনবিএক্স মডেলের নতুন একটি ল্যাপটপের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দীন। দুপুরে ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। প্রতিমন্ত্রী আরো বলেন, এর আগে ২০১১ সালে আফ্রিকায় ওয়ালটন পণ্য রপ্তানি কার্যক্রম উদ্বোধন করতে আমি এখানে এসেছিলাম। এই ৮ বছরে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে ওয়ালটনের অভাবনীয় সাফল্য আমাকে বিস্মিত করেছে। ঈদের ছুটিতে ব্যাংকের শাখা পরিদর্শন করবেন কর্মকর্তারা অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিরাপত্তার স্বার্থে আকস্মিকভাবে শাখা পরিদর্শন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ভল্টের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বুধবার (৭ আগস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আইটি সম্পর্কিত ঝুঁকি আরও কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করার কথাও বলা হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটিসহ এর আগে ও পরের অন্যান্য ছুটিতে রাতে আকস্মিকভাবে সুনির্দিষ্ট কর্মকর্তাকে দিয়ে শাখা পরিদর্শন করাতে হবে।
×