ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

প্রকাশিত: ১১:৫৬, ৮ আগস্ট ২০১৯

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার মাত্র ২ দিনের ব্যবধানে সোনার দাম বাড়ল। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বুধবার বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৭৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫৫ হাজার ৬৯৫ টাকা। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দিন ১৪ জুন সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল। অবশ্য এর ৩ দিনের মাথায় ১৮ জুন সংগঠনটি প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়। এরপর গত ৩ ও ২৭ জুলাই সোনার বাড়ায় জুয়েলার্স সমিতি। চলতি সপ্তাহে সোমবার ও বুধবার দুই দফায় সোনার দাম বাড়াল জুয়েলার্স সমিতি। নতুন মূল্য অনুযায়ী ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে সর্বোচ্চ বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। তবে কমেছে সনাতন পদ্ধতির সোনা দাম। দির্ঘদিন পর বেড়েছে রূপার দাম। বর্তমান মূল্য অনুযায়ী প্রতি ভরি রূপার দাম পড়বে ১১৬৬ টাকা। বাজুস জানায়, নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৫৩ হাজার ৩৬২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ হাজার টাকা।
×