ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জসিম উদ্দিন বিপিজিএমইএ সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ১১:৫৬, ৮ আগস্ট ২০১৯

জসিম উদ্দিন বিপিজিএমইএ সভাপতি নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক এ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন। গিয়াস উদ্দিন আহমেদ সিনিয়র সহসভাপতি এবং কেএম ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বুধবার পল্টনস্থ সংগঠনটির প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের ২০১৯-২০ মেয়াদের অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন। পরিচালনা পর্ষদেন নবনির্বাচিত সাতজন সদস্য হচ্ছেন-সাধারণ গ্রুপ থেকে মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদা, এছাড়া সহযোগী গ্রুপ থেকে নুর আলম বাচ্চু ও মো, গোলাম কিবরিয়া। শ্রীলঙ্কায় বাংলাদেশে তৈরি ফ্রিজ রফতানি শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির গ্লোবাল স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য তৈরি করছে ওয়ালটন। সেসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিশ্ব ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। ফলে, আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্যের গ্রাহকচাহিদা দ্রুত বাড়ছে। তৈরি হচ্ছে নতুন রপতানি বাজার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শ্রীলঙ্কাতে ফ্রিজ রফতানি শুরু করেছে ওয়ালটন। সেই সঙ্গে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ডটির ফ্রিজ রফতানি দেশের তালিকায় নতুন যুক্ত হলোদক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট শাখার এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রধান রকিবুল ইসলাম রাকিব জানান, গত ৪ মে শ্রীলঙ্কার অন্যতম শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাছ থেকে রফতানি আদেশ পায় ওয়ালটন। যেটির শিপমেন্ট হয়েছে গত মাসে।
×