ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

প্রকাশিত: ১১:৫২, ৮ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার উত্থান হলেও বুধবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেনে। এদিন উভয় শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক সামান্য কমেছে। তবে বাছাইকৃত ব্লু-চিপস সূচক কিছুটা বেড়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। উভয় শেয়ারবাজারেই নিপ্লোর কাছে শেয়ার বিক্রির কারণে চাহিদার শীর্ষে ছিল জেএমআই সিরিঞ্জ। তবে এর বাইরে দুই বাজারেই তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক খাতের দর বেড়েছে বেশি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৭ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৪ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৩৭ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৪৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৯ কোটি ৭২ লাখ টাকা কম। আগে দিন লেনদেন হয়েছি ৫৬৮ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১১১টি বা ৩২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২০৬টি বা ৫৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই সিরিঞ্জের শেয়ার। এদিন কোম্পানির ২৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ারের ২০ কোটি ৫৭ লাখ টাকার এবং ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু সিরামিক। লেনদেনে এরপর রয়েছে- কপারটেক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড পাওয়ারের, ফরচুন সুজ, মুন্নু জুট স্টাফলার্স, সিটি ব্যাংক এবং বিকন ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। আজ সিএসইতে ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×